(Source: Matrize)
Saugata Roy:'এক জন উজবুক রাজ্যপালকে পাঠিয়েছে', উপাচার্য নিয়োগ নিয়ে তীব্র আক্রমণ সৌগত রায়ের
Governor CV Ananda Bose:বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপি যোগ নিয়েও খোঁচা দেন তিনি।
সমীরণ পাল, গৌতম মণ্ডল ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা: বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ (VC Recruitment) নিয়ে রাজ্যপালকে(Governor CV Ananda Bose) বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy)। বিজেপি যোগ নিয়েও খোঁচা দেন তিনি। প্রবীণ সাংসদের মন্তব্যের সমালোচনা করে পাল্টা নিশানা করেছে বিজেপি- সিপিএম।
কী বললেন সৌগত?
'এক জন উজবুক রাজ্যপালকে পাঠিয়েছে', এই ভাষাতেই রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন রাজ্যের শাসকদলের প্রবীণ সাংসদ! বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত কার্যত সপ্তমে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত! গত জুনে, সংঘাত বাড়িয়ে রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়াদ বাড়ানো হয়েছিল মাত্র ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। বিবৃতি জারি করে সেই নিয়োগের কথা জানায় রাজভবন। ট্যুইটে আচার্যের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে বেআইনি বলে পাল্টা আক্রমণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউয়ের নামে শিলমোহর দেন আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন উপাচার্যর রাজনৈতিক পরিচয় নিয়ে তুমুল জলঘোলা হয়। এই প্রেক্ষাপটে এবার রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেন, 'তিনি জোর করে বিজেপি পার্টি করে এমন এক জন লোক, বুদ্ধদেব সাউ তাঁর নাম কোনও দিন শুনিনি, তাঁকে উপাচার্য করেছেন। এক জন উজবুক রাজ্যপালকে পাঠিয়েছে। তিনি প্রত্যেক উপাচার্য পরিবর্তন করে দিচ্ছেন। নিজের ইচ্ছেমতো রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে উপাচার্য নিয়োগ করছেন। আমি এই সভা থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তীব্র নিন্দা করছি। আমার ধারণা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ২৮ অগাস্ট এই একই কথা বলবেন।'
তীব্র সমালোচনা...
বিষয়টি নিয়ে পাল্টা সৌগতকে আক্রমণ শানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, 'তৃণমূলে যারাই যায়, তারা অশিক্ষিত হয়ে যায়। রাজ্যপাল কোনও দলের হন না। রাজ্যপাল রাজ্যপালই হন।' ছেড়ে দেয়নি সিপিএমও। কিন্তু অতীত বলছে, রাজ্যপালের বিজেপি যোগ নিয়ে শাসকদলের তরফে অভিযোগ এই প্রথম নয়। বস্তুত, এর আগে স্বয়ং তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সুর চড়াতে শোনা গিয়েছিল। সে বার তিনি বলেন, 'আপনি তাহলে দল তৈরি করুন। বিজেপির হয়ে নির্বাচন জিতে আসুন।' আর এবার তৃণমূলের প্রবীণ সাংসদও নিশানা করলেন রাজ্যপালকে।
আরও পড়ুন:কলকাতা পুলিশে এসআই পদে হচ্ছে নিয়োগ,এই যোগ্যতা থাকলেই করুন আবেদন