Abhishek Banerjee Vs Suvendu Adhikari: 'গাড়ির স্পিড একশোর নিচে নামাবেন না, তাহলেই চোর স্লোগান শুনতে হবে', অভিষেককে কটাক্ষ শুভেন্দুর
অভিষেক যেখানে রাত্রিবাস করবেন, তার মধ্যে রয়েছে এমন ১৩টি বিধানসভা, যেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে।
কৃষ্ণেনদু অধিকারী, শুভেনদু ভট্টাচার্য, সন্দীপ সরকার, কলকাতা : নজর এখন কোচবিহারে। মঙ্গলবার, থেকে শুরু হচ্ছে 'তৃণমূলের নব জোয়ার' যাত্রা। টানা ২ মাস ধরে, কোচবিহার থেকে সাগর....জনসংযোগ যাত্রা ( Trinamoole Nabo Jowar ) করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । তিনি যেখানে রাত্রিবাস করবেন, তার মধ্যে রয়েছে এমন ১৩টি বিধানসভা, যেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে। যেমন কোচবিহারের মাথাভাঙা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বীরভূমের দুবরাজপুর,বাঁকুড়ার কোতুলপুর, ছাতনা,পুরুলিয়ার কাশিপুর,পশ্চিম মেদিনীপুরের ঘাটাল,হুগলির গোঘাট এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ।
চোর স্লোগান শুনতে হবে : শুভেন্দু
অভিষেকের কথায়, ' এত বড় একটা কর্মসূচি কোনওদিন ভারতবর্ষে কেউ নেয়নি, বাংলা তো ছেড়ে দিন। ' তাঁর এই দাবিকে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 'এই কর্মসূচির সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই, প্রথমত বিপুল সরকারি অর্থ ব্যায় করা হচ্ছে। ডিসি ৫ জন পুলিশ আধিকারিককে, কয়লা ভাইপোকে যেন চোর স্লোগান শুনতে না হয় তার জন্য। গাড়ির স্পিড একশোর নিচে নামাবেন না, তাহলেই চোর স্লোগান শুনতে হবে।' কটাক্ষ বিধানসভার বিরোধী দলনেতার।
অভিষেকের দাবি, 'আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসহীন এবং রক্তপাতহীন যে নির্বাচনের কথা বারবার বলি, সেটা তখনই সম্ভব যখন ভাল মানুষকে আমরা প্রার্থী হিসাবে আগামী দিনে নির্বাচন করতে সক্ষম হই।' পাল্টা শুভেন্দু বলেন, তাহলে প্রতীক ছাড়া প্রার্থী দিচ্ছেন না কেন? জনগণ ঠিক করে দেবে।
মানুষ জবাব দেবে : অভিষেক
যদিও অভিষেক বললেন, 'মানুষ জবাব দেবে, আমি শেষ কথা নয়, বিরোধী দলনেতা শেষ কথা নয়, কর্মসূচি সফল না বিফল, তা মানুষ বলবে। '
কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। এরপর মাধাই কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হবে যাত্রা।
দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠ, সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠ এবং শীতলকুচির পঞ্চায়েত সমিতির মাঠে জনসভা করবেন অভিষেক। বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন অভিষেক। প্রস্তুত রাখা হয়েছে তৃণমূলের নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে রওনা দেবেন আলিপুরদুয়ারে।