Paschim Medinipur:আদিবাসী বসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির অভিযোগ, খড়্গপুর লোকাল থানা ঘিরে বিক্ষোভ
Kharagpur Municipality: আদিবাসীদের বসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে আবর্জনা ফেলার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: আদিবাসীদের (Tribal Area) বসতি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড (dumping ground) তৈরি করে আবর্জনা ফেলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) পরিচালিত খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল খড়গপুর লোকাল থানা এলাকায় হিরাডিহির ওই ডাম্পিং গ্রাউন্ডে তালা ঝুলিয়ে দেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। এরপর খড়গপুরে মহকুমা শাসকের অফিসের গেটেও তালা লাগিয়ে বিক্ষোভ (Agitation) দেখান তাঁরা।
কী ঘটেছিল?
মহকুমা শাসকের দফতরের সামনে প্রায় ১১ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। এরপর পুরসভা ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। তবে ২৪ ঘণ্টা পরেও পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে তালা ঝুলছে। আদিবাসী সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৮ এপ্রিলের বৈঠকে পরবর্তী কর্মসূচি স্থির হবে। গোটা ঘটনায় পুরসভা বা প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। হালেই বিজেপিতে যোগ দেওয়ার 'অপরাধে' চার আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানোর অভিযোগ ওঠে দক্ষিণ দিনাজপুরের তপনে। তীব্র হইচই পড়ে যায় দক্ষিণ দিনাজপুর-সহ গোটা রাজ্যে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চলতি মাসের গোড়ার দিকে তপনের গোফানগরে প্রায় ২০০ জন মহিলা বিজেপিতে যোগদান করেছিলেন বলে দাবি করে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি ট্যুইটে জানান, ওই চার মহিলাও সে দিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু একদিনের মধ্যে তাঁদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী বলেছিলেন, '২০০ জন নয় তার থেকে অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছে। এদের মধ্যে চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আগামী দিনে বাকি মহিলারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে।' কিন্তু ঘটনার ধাক্কা যে শাসকদলকে অস্বস্তিতে ফেলেছিল তা স্পষ্ট হয়ে যায় যখন তৃণমূল তাদের দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনের মহিলা সভাপতিকে বদলে স্নেহলতা হেমব্রমকে নিয়ে আসেন। সেই বিতর্কের জেরে পুরোপুরি থিতোয়নি। এর মধ্যে আবার নতুন বিতর্ক।
UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন
up10.abplive.com
up12.abplive.com
Class 10
Class 12
আরও পড়ুন:ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের