TMC Shahid Diwas 2022 Live : যা তথ্য আছে, পারলে প্রকাশ্যে আনুন, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ বিকাশরঞ্জনের
TMC 21st July Live: ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের সব আপডেট পেতে চোখ রাখুন....
LIVE
Background
কলকাতা: আজ তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান। বুধবার সন্ধেয় অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সবকিছু ঘুরে দেখেন তিনি। তারপরে দলের কর্মীদের প্রতি বার্তা দেন।
দলের কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলা মেনে মিছিলে আসতে বলেন মমতা। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে পরে সাবধানে বাড়ি ফিরে যেতে বলেন। কর্মীদের (TMC Worker) নিয়ে যখন গাড়িগুলি আসবে, তখন সাবধানে গাড়ি চালানোর বার্তা দেন তিনি। গতকালও তিনি ফের বলেন কর্মীরাই তাঁর দলের সম্পদ।
বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা। আজও বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসে পৌঁছবেন কর্মীরা। গতকাল পরিদর্শনের সময় একাধিক তৃণমূল নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং সায়নী ঘোষ (Sayani Ghosh) দুই বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় (Esplanade) মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।
এর আগে ফেসবুক পেজেও (Facebook Page) বার্তা দিয়েছেন তিনি। আজ সমাবেশের জন্য সব কর্মী-সমর্থককে শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা কররা আবেদন জানিয়েছেন তৃণমূল (TMC) নেত্রী। তিনি আরও বলেছেন, 'আমরা আমাদের বীর শহিদদের স্মরণ করতে গিয়ে সেই পুরনো সময়ে ফিরে যাচ্ছি। আমাদের শহিদদের মহৎ আত্মত্যাগকে স্মরণ না করে আমাদের জীবনে একটিও দিন কাটে না। আগামী প্রজন্মের জন্য, সমগ্র তৃণমূল কংগ্রেসের প্রতিটি পরিবার শহিদ দিবসে একত্রিত হবে এবং শহিদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাবে। আপনার রক্ত কখনও বৃথা যাবে না, আমরা প্রতিজ্ঞা করছি।'
TMC 21st July Live : হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল কংগ্রেস করুন, একুশের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল কংগ্রেস করুন। নির্লোভে তৃণমূল কংগ্রেস করতে হবে। এই তৃণমূলে ধান্দাবাজ, মীরজাফররা নেই। একুশের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
TMC 21st July Live : হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল কংগ্রেস করুন, একুশের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল কংগ্রেস করুন। নির্লোভে তৃণমূল কংগ্রেস করতে হবে। এই তৃণমূলে ধান্দাবাজ, মীরজাফররা নেই। একুশের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
TMC 21st July Live: ‘খুলব ফাইল ?’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
সিপিএম আমলেও ১৫ লক্ষ টাকায় চাকরি হয়েছিল। কাদের জন্ম শংসাপত্র দিয়েছিলেন ? ফাইলটা দেখাবেন, নাকি আমি খুলব। একুশের মঞ্চ থেকে সরাসরি বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ মমতার।
TMC 21st July Live : যা তথ্য আছে, পারলে প্রকাশ্যে আনুন, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ বিকাশরঞ্জনের
একটা তদন্ত কমিটি হোক। চেয়ারপার্সন হোন মমতা বন্দ্যোপাধ্যায়। যা তথ্য আছে, পারলে প্রকাশ্যে আনুন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
TMC 21st July Live: "মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন", মুড়িতে জিএসটি ইস্যুতে পাল্টা রাজ্য বিজেপির সভাপতির
"মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। ওঁর প্রতিনিধি বৈঠকে ছিলেন। সেখানে থেকে জিএসটি লাগানো সমর্থন করেছেন।" মুড়িতে জিএসটি প্রসঙ্গে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতির।