Debangshu on Nishith : "যে সিবিআই গরুচুরির তদন্ত করছে, তার মন্ত্রী নিজে গরুচোর", বিস্ফোরক দেবাংশু !
Deyganga : দেগঙ্গায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় বিতর্কিত এই মন্তব্য করেন দেবাংশু
দিনহাটা : এর আগেও তৃণমূল নিশানা করেছে তাঁকে। দিনকয়েক আগেই নাম না করে নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
দিনহাটার একসময়ের বড় গরুচোর নিশীথ প্রামাণিক বিজেপিতে গিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে শুদ্ধ হয়েছেন এবং তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় বিতর্কিত এই মন্তব্য করেন দেবাংশু। সিবিআইকে দিয়ে রাজনীতি করানোর চেষ্টা হচ্ছে বলে দাবি দেবাংশুর।
আরও পড়ুন ; কোচবিহারে চাকরির নামে টাকা তোলায় এক নম্বরে কেন্দ্রীয় মন্ত্রী’, নিশীথ প্রামাণিককে নিশানা উদয়ন গুহর
তিনি বলেন, কোচবিহারে তৃণমূলের একজন নেতা ছিলেন। তাঁর নাম ছিল নিশীথ প্রামাণিক। বিজেপির দিলীপ ঘোষেরা কোচবিহারে গিয়ে মিছিল করে বলে আসত, নিশীথ প্রামাণিক সবথেকে বড় গরুচোর। হঠাৎ একদিন নিশীথ প্রামাণিক সাবান-শ্যাম্পু দিয়ে স্নান করে বিজেপিতে ঢুকে গেল। তারপর কি করল জানেন ? ওই নিশীথ প্রামাণিককে শুধু এমপি না, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী করে দিল। অমিত শাহ-র স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী। এই দফতরের অধীনে কাজ করে সিবিআই। তার মানে যে সিবিআই গরুচুরির তদন্ত করছে, সেই সিবিআইয়ের মন্ত্রী নিজে গরুচোর। কী তদন্ত হবে ?
এপ্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের নেতা রাহুল সিনহা বলেন, "তৃণমূলের বিরুদ্ধে যা কিছু মামলা হচ্ছে, আদালতের নির্দেশে হচ্ছে। এজেন্সি কাজ করছে আদালতের নির্দেশে। এদের কাছে যদি কোনও প্রমাণ-তথ্য থাকে, তাহলে তা আদালতে পেশ করুক। শুধু বিবৃতি দিয়ে বাজার গরম করে লাভ কী আছে ! গরুচোর কে, পশ্চিমবঙ্গে মানুষকে জিজ্ঞাসা করুন...সবাই এক বাক্যে বলবেন অনুব্রত মণ্ডল। গরুচোরের টাকা কোথায় যায় ? যে কোনও লোককে ইন্টারভিউতে জিজ্ঞাসা করুন, সবাই বলবেন কালীঘাট। গরুচোর কারা মানুষ জেনে গেছে। আর যদি কোনও প্রমাণ কারও বিরুদ্ধে থেকে থাকে আদালতে অভিযোগ জানাক।"
প্রসঙ্গত, দিনকয়েক আগে নিশীথ প্রামাণিকের নাম না করে নিশানা করেন উদয়ন গুহ। তাঁর অভিযোগ, কোচবিহারে যাঁরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। উদয়ন গুহ বলেন, 'কোচবিহারে যারা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, তাদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। ইডির যদি ক্ষমতা থাকে তাহলে ওই কেন্দ্রীয় মন্ত্রীকে এই কেসের সঙ্গে যুক্ত করে তদন্ত করা হোক'। যার পাল্টা কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক উত্পল দাস বলেন, 'উদয়ন প্রচার পাওয়ার জন্য এ সব লেখেন বা বলেন। উনি তো নিজে সন্ত্রাসের নায়ক। ওঁর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসা হয়েছে। ওঁর কথার কী জবাব দেব।'