Tollywood News: টলিপাড়ায় আরও জটিল জট, কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পরিচালকরা
Tollywood Directors on Strike: টলিউডে পরিচালক ও টেকনিশিয়ান দ্বন্দ্ব অব্যাহত, এবার কর্মবিরতিতে পরিচালকরা।

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় কর্মবিরতিতে পরিচালকরা। টেকনিসিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে। পরিচালকদের অনুরোধেরও সাড়া দেননি টেকনিসিয়ানরা। 'ডেডলাইন' শেষ, কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পরিচালকরা। বৈঠকেও অধরা সমাধান, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত।
এদিনের সাংবাদিক বৈঠকে পরিচালকদের তরফে বলা হয়েছে, প্রযোজকদের থেকে তাঁরা যে বিনিয়োগ নিয়ে আসবেন, কী গ্যারেন্টি আছে যে সেই কাজটা সঠিক ভাবে চলবে। সিনিয়র পরিচালকদের কাজই যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে জুনিয়র পরিচালকরা কী করবেন? মুখ্যমন্ত্রীর কথাও মানা হচ্ছে না। তাই সংগঠনের মধ্যে সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন ফ্লোর থেকে সরে যাওয়ার। যতক্ষণ না লিখিত আশ্বাস পাওয়া যাবে যে কাউকে মৌখিক ভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না, ততক্ষণ পর্যন্ত পরিচালকরা কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা এও জানিয়েছেন যে কাজ করার ক্ষেত্রে নিরাপদ বোধ করছেন না। প্রযোজকের থেকে বিনিয়োগ নিয়ে এলেও কোনও গ্যারেন্টি নেই যে পরদিন সকাল থেকে কাজ বন্ধ হয়ে যাবে না। এই বিষয়ে যতক্ষণ না লিখিত কিছু পরিচালকরা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালকদের পক্ষ থেকে।
এদিনের সাংবাদিক বৈঠকে পরিচালকদের তরফে সুদেষ্ণা রায় তাঁদের সমস্ত দাবির কথা পড়ে জানিয়েছেন। পরিচালকদের দাবি, কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। কাজ আটকানো হবে না এই গ্যারান্টি দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশকেও উপেক্ষা করা হচ্ছে'। সমস্ত দাবির লিখিত উত্তর দিতে হবে। গত ৩ সপ্তাহে ৩টি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেক পরিচালক বিনা বাধায় যেন কাজ করতে পারে সেই আশ্বাস দিতে হবে। মৌখিকভাবে কাউকে ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। কোনও ব্যক্তিবিশেষের সমস্যার কারণ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে। যতদিন এইসব শর্ত মেনে নেওয়া হবে না, ততদিন কর্মবিরতি চলবে। আগামীকাল পরিচালক সৃজিত রায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের প্রডিউসারকে অরূপ বিশ্বাস বাড়িতে ডেকেছেন কথা বলার জন্য, এই তথ্যও জানিয়েছেন সুদেষ্ণা রায়।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। সোশ্যাল মিডিয়ায় এসে ধারাবাহিকের পরিচালক সৃজিত রায় জানিয়েছিলেন, তাঁর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রয়েছে। সেট অর্ধেক তৈরি করে চলে গিয়েছেন টেকনিশিয়ানরা। এমনকি সেটের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপর শোনা যায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের কাজও বাধার মুখে পড়েছে। গতকালই পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ার আভাস দিয়েছিলেন। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
