Top News Today: বঙ্গে কর্ণাটক-কাজিয়া, পর্ষদ কর্তাকে জিজ্ঞাসাবাদ, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা-সেরা ৫ গুরুত্বপূর্ণ খবর
Top Trending News Today: এক নজরে দেখে নিন আজ দুপুরের বড় খবরগুলি
কলকাতা: শনিবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর-
বঙ্গে কর্ণাটক-কাজিয়া
নো ভোট টু বিজেপি স্লোগান কাজ করছে। বিজেপি বিরোধীরা যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখে বিকল্প জোট হোক। এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে। কর্ণাটক বিধানসভার ভোট গণনা চলাকালীনই ট্যুইট কুণাল ঘোষের। তৃণমূলের মতো ভোট লুঠ করে জিতি না, পাল্টা আক্রমণ সুকান্তর।
অয়নে এফআইআর ইডি-র
পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীল, তাঁর সংস্থা ABS ইনফ্রোজোনের নামে এফআইআর দায়ের ইডির। ৬০ পুরসভায় নিয়োগে দুর্নীতি, ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন, দাবি ইডি-র, খবর সূত্রের।
পর্ষদ কর্তাকে জিজ্ঞাসাবাদ
নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক মধ্যশিক্ষা পর্ষদ কর্তাকে জিজ্ঞাসাবাদ। ডেপুটি সেক্রেটারি পার্থপ্রতিম রায়কে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের। ধৃত কল্যাণময়ের বয়ান খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ।
পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম
পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। এবার সিউড়ির বাঁশঝোড় গ্রামে ক্যানালের পাড় থেকে উদ্ধার হল ৩টি প্লাস্টিকের জার ভর্তি বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে গ্রামে হানা দেয় সিউড়ি থানার পুলিশ। ক্যানালের পাড়ে ঝোপের মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার হয়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা
ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা। ইতিমধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আগামীকাল দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে আছড়ে পড়বে। বাংলাদেশের কক্সবাজারের মহেশখালি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে ঘূর্ণিঝড় মোকা-র কোনও প্রভাব এ রাজ্যে পড়ছে না। শুধুমাত্র মৎস্যজীবীদের কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূল অঞ্চলে মেঘলা আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও, আগামী সপ্তাহে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।