Top News Today: ময়নায় BJP নেতা খুনে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক; প্রধানমন্ত্রীকে আক্রমণ অভিষেকের, আজ TMC সরকারের বর্ষপূর্তি
Top Trending News Today: এক নজরে দেখে নিন আজ দুপুরের বড় খবরগুলি
কলকাতা: মঙ্গলবার রাজ্যের কোথায় কী কী হল? এক নজরে দেখে নিন সেই খবর-
ময়নায় ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক
বিজেপি নেতা খুনের ঘটনায় আগামীকাল ময়নায় ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক। ময়নায় গিয়ে ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করানোর দাবি। ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ। স্ত্রী ও ছেলের সামনে মারধর করে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। রাতে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় দেহ
সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ। রাতে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। খুনের পিছনে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের মদত, অভিযোগ বিজেপির। বিজেপি নেতা খুনের প্রতিবাদে সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। অবরোধ তুলতে গেলে দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা পুলিশের। প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তোলে বিজেপি।
ময়নায় বিজেপি নেতা খুন, হাইকোর্টের দ্বারস্থ পরিবার
ময়নায় বিজেপি নেতা খুন, হাইকোর্টের দ্বারস্থ পরিবার। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনও হাসপাতালে ময়নাতদন্তের আর্জি। পরিবার যে মর্মে অভিযোগ করতে চায়, তা গ্রহণ করতে চাইছে না পুলিশ, অভিযোগ পরিবারের। মামলা দায়েরের অনুমতি আদালতের। কাল সকাল সাড়ে ১০টায় শুনানি।
কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই চেয়ে আদালতে পরিবার
কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু, হাইকোর্টের দ্বারস্থ পরিবার। আদালতের দ্বারস্থ মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণালকান্তি বর্মন। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়েরের আর্জি। মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কাল শুনানির সম্ভবনা।
আজ তৃণমূল সরকারের বর্ষপূর্তি
আজ তৃণমূল সরকারের বর্ষপূর্তি, ট্যুইট মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ 'মা-মাটি-মানুষ দিবসে' বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার জন্য যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য অভিনন্দন জানাচ্ছি।
প্রধানমন্ত্রীকে নিশানা অভিষেকের
তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা অভিষেকের। ১০০ দিনের কাজের টাকার বকেয়াকে হাতিয়ার করে বালুরঘাটের বিজেপি সাংসদকে আক্রমণ। 'জাতীয়তাবাদ, ধর্ম, বালাকোটকে সামনে রেখে সুকান্তকে ভোট দিয়েছেন, তাই টাকা বন্ধ, আজ রামমন্দির হচ্ছে, কিন্তু ১০০ দিনের কাজের টাকা বন্ধ', মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের পাওনা নিয়ে প্রধানমন্ত্রীকেও আক্রমণ। 'প্রধানমন্ত্রী শততম মন কি বাত করছেন, কিন্তু বাংলার প্রাপ্য নিয়ে চুপ। মানুষকে মানুষ বলে যাঁরা ভাবছে না, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। মানুষ চাইলে প্রধানমন্ত্রীকে টেনেহিঁচড়ে নামাতেও ১০ সেকেন্ড সময় লাগবে না', হরিরামপুরের সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের