এক্সপ্লোর
Train Cancel : চলবে রক্ষণাবেক্ষণের কাজ, শনি-রবি শিয়ালদা লাইনে একগুচ্ছ লোকাল বাতিল, বদলালো দূরপাল্লার ট্রেনের সূচিও, বড় ঘোষণা রেলের
বাতিল করা হচ্ছে শিয়ালদা-ডানকুনি , শিয়ালদা-হাবরা, শিয়ালদা- বারাসাত সহ বিভিন্ন লেকাল ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা।

বাতিল করা হচ্ছে শিয়ালদা-ডানকুনি , শিয়ালদা-হাবরা, শিয়ালদা- বারাসাত সহ বিভিন্ন লেকাল ট্রেন
Source : AI Photo
কলকাতা : দমদম জাংশনের কাছে জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন। আর তার জেরে একগুচ্ছে ট্রেন বাতিল করা হল শনি ও রবিবার। শিয়ালদা থেকে ও শিয়ালদা পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল। বদলানো হল দূরপাল্লার বিভিন্ন ট্রেনের সময়সূচিও। এই জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ৭ ঘণ্টা প্রভাবিত হতে পারে ট্রেন চলাচল। বাতিল করা হচ্ছে শিয়ালদা-ডানকুনি , শিয়ালদা-হাবরা, শিয়ালদা- বারাসাত সহ বিভিন্ন লেকাল ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা।
আজ (শনিবার) বাতিল হচ্ছে যেসব ট্রেন :
- শিয়ালদা-ডানকুনি: আপ ৩২২৪৯/ডাউন 32252
কাল (২৭ জুলাই, রবিবার) বাতিল হচ্ছে যেসব ট্রেন : - শিয়ালদা-হাবরা: আপ ৩৩৬৫৩/ডাউন ৩৩৬৫৪।
- শিয়ালদা-দত্তপুকুর: ডাউন ৩৩৬১২।
- শিয়ালদা-বনগাঁ: আপ ৩৩৮১৭/ডাউন ৩৩৮২৪
- শিয়ালদা- বারাসাত : আপ ৩৩৪৩১/ডাউন ৩৩৪৩২
- শিয়ালদা-ডানকুনি: আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯/ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০
কাল (২৭ জুলাই রবিবার) যাত্রা সংক্ষিপ্ত হচ্ছে যেসব ট্রেনের : - ৩৩৮১২ ডাউন বনগাঁ -শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
- ৩৩৮১৩ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা-এর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
- ৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
- ৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
কাল (২৭ জুলাই, রবিবার) শিয়ালদা এসে যেসব মেল ট্রেনগুলি যাত্রা শেষ করার কথা, সেক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে। ঘোষণা করেছে রেল। - ২২২০২ ডাউন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই) ০৩ ঘন্টা ৩০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে, অর্থাৎ পুরী থেকে ১৯.৪৫ ঘঃ-এর পরিবর্তে ২৩.১৫ ঘঃ-তে ছাড়বে এবং ব্লক বাতিল হওয়া পর্যন্ত বরাহনগর রোড স্টেশনে নিয়ন্ত্রিত হবে।
ডাউন মেল/এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তন - ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই) ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে এবং বেলঘরিয়াতে থামবে।
- ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি- শিয়ালদা দার্জিলিং মেল (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই এবং ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬ জুলাই) ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে।
- ব্লক চলাকালীন ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















