Nadia News: তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধরের অভিযোগ, কল্যাণী থানায় অভিযোগ দায়ের
ওয়ার্ড অফিসে ঢুকে মহিলা তৃণমূল কাউন্সিলরকে হুমকি ও মারধরের পাশাপাশি, পুরসভার মহিলা কর্মীদের ওপরেও হামলা অভিযোগ।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্য়াণীতে।
সুজিত মণ্ডল, কল্যাণী: ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূলের (Trinamool) মহিলা কাউন্সিলর-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কল্যাণীর (Kalyani) ঘটনা। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর। যদিও এখনও অধরা অভিযুক্তরা।
মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে: ওয়ার্ড অফিসে ঢুকে মহিলা তৃণমূল কাউন্সিলরকে হুমকি ও মারধরের পাশাপাশি, পুরসভার মহিলা কর্মীদের ওপরেও হামলা অভিযোগ।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্য়াণীতে। কাউন্সিলরের দাবি, সোমবার রাতে ওয়ার্ড অফিসে বসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পুর কর্মী। অভিযোগ, আচমকা অফিসে ঢুকে মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে ৪-৫ জন। কেন ছবি তুলছে, এই প্রশ্ন তুলতেই, কাউন্সিলর সহ মহিলাদের ওপর শুরু হয় হামলা। কাউন্সিলর, পুর কর্মী সহ বেশ কয়েকজন আক্রান্ত হন। কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলর বলেন, “আমার ওয়ার্ড অফিসে সাড়ে ৮টা নাগাদ। যেহেতু পরপর তিনজন ছুটি গেছে, অনেক কাজ। কয়েকজন এসে ছবি তোলা শুরু করল। আমি বললাম ছবি তুলছ কেন, তখন চুলের মুটি ধরে, জামা ছিড়ে যায়। মারতে শুরু করে। প্রথম ৪-৫ জন ছিল। জানি না কী উদ্দেশ্য়...চেনা, কিন্তু দুষ্কৃতী।’’
শুধু মারধরই নয়, হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় কল্য়াণী থানায় অভিযোগ দায়ের করেছেন তণমূল কাউন্সিলর। এক পুর কর্মী জানান, “আমি আর ম্য়াডাম কাজ করছিলাম। হঠাৎ কিছু দুষ্কৃতী আসে। ছবি তুলতে যায়। বাধা দিলে মারে। ম্যাডামকে মারতে যাচ্ছে দেখে আটকাতে যাই। আমাদের জামা ছিড়ে দেয়। আমাকে বলে কাল থেকে ডিউটিতে আসবেন না। সবকটাই পুরুষ ছিল। প্রথমে ৫-৬ জন লোক এসেছে। হুমকি দেয়, ওয়ার্ডে কাল থেকে যেন না দেখি।’’ কিন্তু কী কারণে হামলা? রাজনৈতিক কারণ? না ব্য়ক্তিগত শত্রুতা? ছবি-ই বা কেন তোলা হচ্ছিল? এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ঘটনায় শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
তেহট্টে তৃণমূলে ভাঙন: এদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের দিনই বড়সড় ভাঙন শাসকদলে। মঙ্গলবার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এদিনই বড়সড় ভাঙন তেহট্টের তৃণমূলে। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন তেহট্ট পঞ্চায়েতের উপপ্রধান চায়না মণ্ডল খাঁ সহ প্রায় ১০০ জন কর্মী। এছাড়াও নারায়ণপুর ২ অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি আলিকদর মণ্ডল ও করিমপুর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ সহ শতাধিক তৃণমূল নেতা কর্মী কংগ্রেসে যোগদান করেন। এদিন তাঁদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা। দলত্যাগীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্তদের দল, সৎ লোকদের জায়গা কোনো জায়গা নেই। সেই কারণে দল ত্যাগ করেছেন তাঁরা।
আরও পড়ুন: WB Corona Update: ফের পরতে হবে মাস্ক ? কী কারণে পরামর্শ স্বাস্থ্য দফতরের