East Burdwan: টোটোতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত্যু দুই যুবকের
Accident News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাড়গ্রামে প্রতি বছরই ধুমধাম সহকারে মনসা পুজো হয়।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গাড়ির ধাক্কায় (Road Accident)মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে ভাতার-মালডাঙ্গা রোডে নাসিগ্রামের হরিহর বটতলার কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে ভাতারের হাড়গ্রামের বাসিন্দা দেবদূত হাজরা এবং তাঁর মাসতুতো ভাই ব্রজকিশোর চৌধুরীর। ব্রজকিশোরের শক্তিগড় থানার ন'পাড়া এলাকার বাসিন্দা।
মৃত্যু দুই যুবকের: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাড়গ্রামে প্রতি বছরই ধুমধাম করে মনসা পুজো হয়। মনসা পুজো উপলক্ষে হাড়গ্রামে দেবদুত হাজরার বাড়িতে এসেছিলেন তার মাসতুতো ভাই ব্রজকিশোর চৌধুরী ও তাঁর পিসতুতো ভাই বিশ্বজিৎ। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর দেবদূত, ব্রজকিশোরকে সঙ্গে নিয়ে বিশ্বজিৎকে নাসিগ্রামে বাড়ি পৌঁছাতে যায়। ফেরার পথে নাসিগ্রাম হরিহর বটতলার কাছে একটি গাড়ি তাঁদের টোটোটিকে ধাক্কা মেরে পালায়।
ঘটনার খবর পেয়ে পৌঁছয় ভাতার থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ব্রজকিশোর ও দেবদূতকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটিকে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে। পাশাপাশি ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে ভাতার থানার পুলিশ।
জাতীয় সড়কে দুর্ঘটনা: দিনকয়েক আগে জাতীয় সড়কে বেসরকারি বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। গত ১ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার চাতালের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে জাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মারে। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান।
আরও পড়ুন: Kolkata News: কীভাবে মৃত্যু পড়ুয়ার? কসবার স্কুলে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা