Ultadanga Auto Strike: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, উল্টোডাঙা থেকে ৩টি রুটের অটো বন্ধ রেখে প্রতিবাদ
Auto Strike: বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা থেকে লেকটাউন, উল্টোডাঙা থেকে বাগুইআটি ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো।
![Ultadanga Auto Strike: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, উল্টোডাঙা থেকে ৩টি রুটের অটো বন্ধ রেখে প্রতিবাদ Ultadanga auto service Allegations of harassment against the police, protest by stopping autos of 3 routes from Ultodanga Ultadanga Auto Strike: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, উল্টোডাঙা থেকে ৩টি রুটের অটো বন্ধ রেখে প্রতিবাদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/23/dda5ffc1b0ef1d94c23f2686df038c6c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হিন্দোল দে ও জয়ন্ত পাল, উল্টোডাঙা (কলকাতা ); পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আজ উল্টোডাঙা (Ultadanga)থেকে ৩টি রুটের অটো বন্ধ (Auto Service) রেখে প্রতিবাদে সামিল হলেন চালকরা। বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা থেকে লেকটাউন (Laketown), উল্টোডাঙা থেকে বাগুইআটি (Baguiati) ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিন সকালে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অটো চালকদের অভিযোগ, যে জায়গা থেকে তাঁরা অটো ঘোরাতেন, সেখানে গার্ডরেল দিয়েছে পুলিশ। এর জেরে তাঁদের অনেকটা ঘুরে স্ট্যান্ডে আসতে হচ্ছে। এতে খরচ বাড়ছে তাঁদের। এই হয়রানি বন্ধের দাবিতে আজ অটো বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন তিনটি রুটের বহু চালক। যদিও যাত্রীদের অভিযোগ, অনেক অটো চালকই ইদানীং বাড়তি ভাড়া নিচ্ছেন। অটো চালকরা আবার সেই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশের বিরুদ্ধে রুট বদলে হয়রানির অভিযোগ। প্রতিবাদে সোমবার উল্টোডাঙা থেকে ৭টি রুটের অটো পরিষেবা বন্ধ রাখলেন চালকরা। সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। সোমবার বন্ধ থাকল উল্টোডাঙা থেকে বাগুইআটি, এয়ারপোর্ট, সল্টলেক, করুণাময়ী রুটের অটো পরিষেবা। অন্যদিকে প্রতিবাদে সামিল হলেন উল্টোডাঙা থেকে জোড়াবাগান, আহিরীটোলা ঘাট, শোভাবাজার রুটের অটো চালকরাও।
তাঁদের দাবি, বাগুইআটি, সল্টলেক, এয়ারপোর্টের দিক থেকে উল্টোডাঙায় এসে ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে অটো ইউটার্ন করে স্ট্যান্ডে নিয়ে যান তাঁরা। কিন্তু, ইদানিং পুলিশের তরফে বলা হয়েছে, ১৫ নম্বর বাসস্ট্যান্ডের পরিবর্তে আরও প্রায় ১ কিলোমিটার গিয়ে মুচিবাজার থেকে ইউটার্ন নিতে। অটোচালকদের অভিযোগ, এতে খরচ বেশি হচ্ছে তাঁদের।
আরও পড়ুন: BJP: ‘বাংলায় এই সংগঠন নিয়ে ভোট জিততে পারবে না বিজেপির’, তৃণমূলে যোগ দিয়েই সুর চড়ালেন অর্জুন
অন্যদিকে, উল্টোডাঙা থেকে জোড়াবাগান, আহিরীটোলা ঘাটের দিকের অটো চালকদের অভিযোগ, সল্টলেক, এয়ারপোর্ট রুটের অটো মুচিবাগান হয়ে গেলে তাঁদের প্যাসেঞ্জার কমে যাচ্ছে। অটোচালক- পুলিশের টানাপোড়েনের মাঝে পড়ে এদিন চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। পুলিশ সূত্রে খবর, ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে অটো ঘোরানোয় যানজটের সৃষ্টি হয়। সেই কারণেই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)