Ultadanga Flyover: নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা, উড়ালপুল থেকে ছিটকে খালে পড়ে গুরুতর আহত স্কুটার আরোহী
Ultadanga Flyover Bike Accident: উল্টোডাঙা উড়ালপুলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা মেরে খালে পড়ে যান স্কুটার আরোহী।
সুদীপ্ত আচার্য, কলকাতা: ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। উল্টোডাঙা উড়ালপুল থেকে ছিটকে নীচের খালে পড়ে গেলেন স্কুটার আরোহী। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাওয়ার সময় উল্টোডাঙা উড়ালপুলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা মেরে খালে পড়ে যান স্কুটার আরোহী। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি।
কিছুদিন আগেই কাঁকুড়গাছির দিক থেকে মানিকতলার দিকে যাওয়ার সময়, ট্রাম লাইনে পিছলে উল্টে যায় বাইক। আহত হন দুই আরোহী।প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে। এর আগে বাগমারিতেই ট্রাম লাইনে চাকা পিছলে বাইক থেকে পড়ে গিয়ে উল্টোদিক থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অ্যাপ নির্ভর বাইক চালকের। গুরুতর আহত বাইক আরোহী এক তরুণী।
এর আগে রাতের শহরে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায়। বেপরোয়া গতিতে ছুটে আসা বাইকের সঙ্গে জোর সংঘর্ষ হয় মিনিডোরের। ঘটনায় গুরুতর ভাবে আহত হলেন দুই বাইক আরোহী।
এর আগে প্রায় সোয়া ১টা নাগাদ ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে রেড রোডে বাইক ও মিনিডোরের ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই বাইকের আরোহী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে। আহতরা দক্ষিণ ২৪ পরগনার আক্রার বাসিন্দা। ঘটনার পর থেকেই পলাতক মিনিডোরের চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পলাতক চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।