WB College Admission: OBC সংরক্ষণ-বিতর্ক, স্নাতকস্তরে ভর্তিতে বেনজির অনিশ্চয়তা
Undergraduate Admission: অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। যার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কৃষ্ণেন্দু অধিকারী কলকাতা: OBC সংরক্ষণ-বিতর্কে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিই বন্ধ। কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে (College Admission) ভর্তিতে বেনজির অনিশ্চয়তা তৈরি হয়েছে। কী পদ্ধতিতে স্নাতকে ভর্তি? সদুত্তর নেই কারও কাছে।
ভর্তিতে বেনজির অনিশ্চয়তা: অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। যার জেরে স্নাতক স্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর। আইনি পরামর্শ নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ভর্তির পোর্টাল খোলেনি অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্য়ালয়। সব মিলিয়ে স্নাতকস্তরে ভর্তি নিয়ে দেখা দিয়েছে বেনজির অনিশ্চয়তার কালো মেঘ। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এবিষয়ে নেওয়া হচ্ছে অ্যাডভোটেক জেনারেলের মতামত।
ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ফল বেরিয়েছে ISC-র। প্রকাশিত হয়েছে CBSE-র দ্বাদশ শ্রেণির ফলও। কিন্তু কবে শুরু হবে ভর্তি? উত্তরের অপেক্ষায় লক্ষ লক্ষ পড়ুয়া। কবে, কীভাবে ভর্তি শুরু হবে, বলতে পারছে না কোনও বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বলতেই পারছে না, কবে ভর্তি শুরু হবে তার অধিনে থাকা ১৬৯টি ডিগ্রি কলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "সমস্যা আছে করতে পারছি না। সরকারের দায়। আমরা দায় কেন নেব। আমরা আইনি পরামর্শ নিচ্ছি।''
সূত্রে খবর, আর্টস ও সায়েন্সের স্নাতক স্তরে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুরে লাইব্রেরি সায়েন্সের ভর্তির তারিখ ঘোষণা করা হলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্সির প্রবেশিকা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই প্রবেশিকা নিয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে, কী করণীয়? সূত্রের খবর, তা জানতে চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উচ্চশিক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়। উত্তরে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে আইনি পরমার্শ নেওয়ার কথা জানিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। শিক্ষামহলের আশঙ্কা- ভর্তিতে দেরি হলে ভাল ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসককারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি, পিছিয়ে যাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এ ব্যাপারে অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হচ্ছে। সেই মতামত নিয়ে রাজ্য সরকার তার সিদ্ধান্ত জানাবে।
রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে গত বছর ২২ মে, ২০১০ সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দেয় আদালত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায়, ২০১০ সালের পরে যাঁদেরকে OBC তালিকাভুক্ত করা হয়েছে, তাঁরা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনও ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনও চলছে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















