Amit Shah: পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, কলকাতার এই দুটি পুজোর উদ্বোধন করতে পারেন তিনি
Amit Shah On Durga Puja: রাজ্যে এসে পুজো উদ্বোধন করতে পারেন শাহ, বিজেপির পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ তৃণমূলের

দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দুর্গাপুজোর আবহে জমজমাট রাজনীতির আঙিনাও। বিজেপি সূত্রে খবর, প্রতিবারের মতো এবারও পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার দুটি পুজো প্যান্ডেল - সন্তোষ মিত্র স্কোয়ার ও লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। অন্যদিকে, বিজেপির পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।
আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ আটক প্রাক্তন TMC কাউন্সিলর !
পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় আসতেন পারেন শাহ
দুর্গাপুজো। বাঙালির প্রাণের উৎসব!বাঙালির আবেগের উৎসব। আবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ দুর্গাপুজো এটিই। স্বভাবতই, উৎসবের আমেজেও লেগেছে রাজনীতির রং। বাঙালি মন পেতে মরিয়া শাসক-বিরোধী সবাই। মুখ্য়মন্ত্রী ইতিমধ্য়েই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। আর পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় আসতেন পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী শুক্রবার, অর্থাৎ চতুর্থীর দিনে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তাঁর।
কলকাতার কোন ২টো পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?
কলকাতার ২টো পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে একটি সন্তোষ মিত্র স্কোয়ার, যা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত। আরেকটি লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো।বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আসার কথা আছে। কর্মসূচি চূড়ান্ত হলে আমরা বলে দেব। কলকাতার একাধিক বড় পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের হেভিওয়েট নেতারা!উত্তর থেকে দক্ষিণ এক ছবি, এরমধ্য়ে বাতিক্রম হল, সন্তোষ মিত্র স্কোয়ার! যার মাথা হলেন বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াও বিজেপির পুজো বলে পরিচিত EZCC-র পুজো, ২০২০ সালে, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে প্রথমবার দুর্গাপুজো করে গেরুয়া শিবির।
শোনা যাচ্ছে..
সেবার, ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কিন্তু, তারপর ২০২৩ ও ২০২৪ সালে আর কোনও পুজো হয়নি। বদলে ২০২৩ সালে, EZCC-র বিপরীতে ঐকতান চত্বরে বিজেপির নেতা-কর্মীরা নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করেন।কিন্তু গত বছর সেই দুর্গাপুজোও আর হয়নি। সেদিক থেকে বছর দুই বাদে এখানে আবার হবে দুর্গাপুজো..সম্প্রতি EZCC-তে ধুমধাম করে খুঁটিপুজোও সেরে ফেলেছে গেরুয়া শিবির। তবে বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় নেই এই দুর্গাপুজোর নাম। শোনা যাচ্ছে, তার বদলে এখানে পুজো উদ্বোধন করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।






















