বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর, বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধার মাথায় রডের আঘাত
রায়গঞ্জ থানায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে প্রৌঢ়ার পরিবার।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুর। বাধা দেওয়ায় গৃহকর্তার ৭০ বছরের মায়ের মাথায় রডের বাড়ি। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। গতকাল ভোরের ঘটনা। রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি। গৃহকর্তার অভিযোগ, গতকাল ভোরে তাঁর মা চিত্রা চট্টোপাধ্যায় দরজা খুলতেই রড হাতে বাড়িতে ঢুকে পড়েন প্রতিবেশী রামু সাহা। গাড়ি ভাঙচুর করেন। বাধা দেওয়ায় গৃহকর্তার মায়ের মাথায় পড়ে রডের বাড়ি। সেখানেই লুটিয়ে পড়েন প্রৌঢ়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ থানায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে প্রৌঢ়ার পরিবার। অভিযুক্ত পলাতক।
সম্প্রতি চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে, বাঁশ-লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটে। মারধরের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। গত শুক্রবার এই ঘটনা ঘটে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মোটরবাইক চুরির চেষ্টার অভিযোগে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরে এমন একটি ঘটনা প্রকাশ্যে আসে। এক-দু'বছর নয় টানা ১০ বছর ধরে লোহার শিকল দিয়ে বাড়ির উঠোনের খুঁটিতে বাঁধা মানসিক ভারসাম্যহীন ছেলে। কিন্তু পেটের টান বড় বালাই। অগত্যা লোকের দোরে দোরে গিয়ে ভিক্ষে করে ছেলের চিকিৎসার চেষ্টা করছেন মা। এমনই করুণ ছবি ধরা পড়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের কুঁয়াপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা বছর পয়তাল্লিশের ছবি পূজারীর জীবন যেমন দুঃখের ছবি বহন করছে। একচিলতে ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস। একমাত্র ছেলে বছর সাতাশের প্রশান্ত পূজারীকে নিয়ে জীবন কাটে ছবি দেবীর।
আরও পড়ুন: North Dinajpur: প্রশিক্ষণ ছাড়াই সাপ ধরার চেষ্টা, বিষধর সাপের ছোবলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা যুবকের