Uttar Dinajpur: ১ জুন শুরু ভারত-বাংলাদেশ মিতালী এক্সপ্রেস, সোমবার ট্রায়াল রান
Mitali Express: দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতেই এই ব্যবস্থা। বুধবার থেকে গড়াবে নতুন আন্তঃদেশীয় ট্রেনের চাকা। সোমবার হয়ে গেল তারই ট্রায়াল রান।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থায় জুড়তে চলেছে আরও একটি ট্রেন। মিতালী এক্সপ্রেস (Mitali Express) জুড়বে এনজেপি ও ঢাকা। বুধবার থেকেই শুরু হবে ট্রেন যাতায়াত। তার আনুষ্ঠানিক সূচনার আগে হয়ে গেল ট্রায়াল রানও। আজ, সোমবার হল ট্রায়াল রান। প্রথমে মৈত্রি এক্সপ্রেস, তারপরে বন্ধন এক্সপ্রেস। পর আরও একটি ট্রেন। এবার মিতালী এক্সপ্রেস। দ্রুত গতিতে স্টেশন ক্রস করছে একটি এসি ট্রেন। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতেই এই ব্যবস্থা। বুধবার থেকে গড়াবে নতুন আন্তঃদেশীয় ট্রেনের চাকা। সোমবার হয়ে গেল তারই ট্রায়াল রান।
কোথায় চলল ট্রায়াল রান:
এদিন নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মিতালী এক্সপ্রেস চালানো হয়।
কাটিহার ডিভিশনের মেকানিক্যাল ডিপার্টমেন্টের টেকনিশিয়ান দীপাবলি দত্ত বলেন, 'এদিন এনজেপি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত ট্রায়াল রান হল। এটুকুতে কোনও ত্রুটি দেখা যায়নি। ভবিষ্যতেও কোনো ত্রিুটি না আসুক। এটাই প্রার্থনা।'
বহুদিন থেকে শিলিগুড়ি ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের দাবি করে আসছিল পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে বণিক মহল। দু’দেশের রেলমন্ত্রকের উদ্যোগে তা এবার বাস্তবায়িত হতে চলেছে। এপার বাংলার এনজিপি স্টেশন আর ওপার বাংলার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলবে মিতালী এক্সপ্রেস। দু’দেশের রেলমন্ত্রীরা বুধবার ভার্চুয়ালি আনুষ্ঠানিক সূচনা করবেন।
ট্রেনের হাল হকিকত:
১০ ঘণ্টায় ৫১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে মিতালী এক্সপ্রেস। লোকো পাইলট (Loco Pilot) বদলানোর জন্য ভারত সীমান্তের শেষ স্টেশন হলদিবাড়ি এবং বাংলাদেশ সীমান্তের শেষ স্টেশন চিলাহাটিতে কিছুক্ষণের জন্য দাঁড়াবে ট্রেন। এছাড়া আর কোনও স্টপেজ নেই।
ভাড়া কত?
এসি কেবিন বার্থের ভাড়া প্রায় ৫ হাজার টাকা। এসি কেবিন চেয়ার কারের ভাড়া প্রায় ৪ হাজার টাকা। এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৩ হাজার টাকা।
কাটিহার ডিভিশনের সিনিয়র সেকশন অফিসার দেবাশিস ভট্টাচার্য বলেন, 'ডলারে ভাড়া ধার্য করা হয়েছে। ওই প্রায় ৩, ৪, ৫ হাজার টাকা মতো পড়বে।'
ট্রেনেক সময়সূচি:
এনজেপি থেকে ট্রেন ছাড়বে প্রতি বুধবার ও রবিবার। ঢাকা ক্যান্টমেন্ট স্টেশন থেকে ট্রেন ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার। এনজেপি থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়বে মিতালি এক্সপ্রেস। ঢাকা পৌঁছবে রাত সাড়ে ১০টায়।
আরও পড়ুন: বাবা ঝালমুড়ি বিক্রেতা, হাই মাদ্রাসায় প্রথম স্থান অর্জন রতুয়ার সারিফা খাতুনের