Raiganj News: শীতের রাতে গুলি চলল রায়গঞ্জে
Uttar Dinajpur Shootout Case: রায়গঞ্জের তুলসীতলায় গুলিবিদ্ধ বছর পঞ্চাশের দীনেশ সাহা, হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শীতের রাতে গুলি চলল রায়গঞ্জে (Raignaj Shootout)। রায়গঞ্জের তুলসীতলায় গুলিবিদ্ধ বছর পঞ্চাশের দীনেশ সাহা নামে এক ব্যাক্তি। দীনেশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যাক্তি নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College and Hospital)। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
সম্প্রতি বসিরহাটে চলেছিল শ্যুটআউটের ঘটনা (Basirhat Shootout)। মিষ্টির দোকানে চলেছিল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ ১ । মিষ্টির স্বাদ না পাওয়ার অভিযোগে মিষ্টির দোকানের মালিককে মারধর এবং মারধরের পর আগ্নেয়াস্ত্র বের করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছিল বলে অভিযোগ। প্রায় ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হলেছিলেন এক পথচারী। তাঁর পেটের নীচে গুলি লেগেছিল বলে জানা যায়। আহতকে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ভর্তি করা হয়েছিল। ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ।
বসিরহাটের জনবহুল এলাকায় হাড়হিম করা ঘটনা ঘটেছিল। বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি মিষ্টির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অভিযোগ, সাড়ে ৬টা থেকে পৌনে ৭টা নাগাদ তিন জন দুষ্কৃতী মিষ্টির দোকানে ঢুকে পড়েছিল। রসগোল্লা খেতে চেয়েছিল তাঁরা। কিন্তু, মিষ্টির স্বাদ ঠিক নেই দাবি করে মিষ্টির দোকানের কর্মীদের সঙ্গে তাদের বচসা হয়। এরপর মিষ্টির দোকানের মালিককে মারধর করে। আগ্নেয়াস্ত্র বের করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।ঘটনায় অভিযুক্ত একাধিক বার জেলে যাওয়া কুখ্যাত দুষ্কৃতী ভোলা। ঘটনার সময় তার সঙ্গে আরও দুই জন ছিল বলে জানা যায়।
আরও পড়ুন, কুয়াশা কেটে উঠবে কি সোনা রোদ ? কেমন থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া ?
পুজোর শেষ দিনে হঠাৎ শ্যুটআউটের ঘটনায় তীব্র আলোড়ন উঠেছিল উত্তর ২৪ পরগনার সোদপুরে। নির্দিষ্ট করে বললে, দশমীর রাতে সোদপুরে শ্যুটআউটের একটি ঘটনা ঘটেছিল। ১ যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে, ওই যুবককে লক্ষ্য করে অন্তত ৩ জনের একটি দল গুলি চালিয়েছিল। সোদপুরের নন্দনকাননে দশমীর রাতে এহেন ঘটনায় এলাকাজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। যুবকের ডান পায়ে গুলি লাগে বলে পুলিশ জানিয়েছিল। কিন্তু কেন তাঁর উপর এই হামলা চলল? কারাই বা এর নেপথ্যে? আগ্নেয়াস্ত্র জোগাড় করা হল কী ভাবে? এ সব নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল।