Vande Bharat Express : হাওড়া-NJP-র পর, পুরী-পাটনা-বারাণসী ! বাংলার বরাতে আরও বন্দে ভারত এক্সপ্রেস
Railways : সূত্রের খবর, নতুন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চালানোর জন্য় রেল বোর্ডের কাছে আবেদন। রয়েছে হাওড়া - পুরী, হাওড়া - কটক , হাওড়া - বেনারস, হাওড়া - পটনা ও নিউ জলপাইগুড়ি থেকে অসমের ডিব্রুগড়।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বাংলার (West Bengal) বরাতে আরও বন্দে ভারত। হাওড়া-NJP-র পর এবার, হাওড়া থেকে পুরী-পাটনা-বারাণসীও জুড়তে চলেছে বন্দে-রুটে। সূত্রের খবর, খুব শিগগির এইসব রুটে শুরু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। চলছে ট্র্য়াক প্রস্তুতির কাজ।
আরও বন্দে-ভারত
বন্দে ভারতের সৌজন্য়ে এখন মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই হাওড়া (Howrah) থেকে পৌঁছে যাওয়া যায় নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। যার জেরে আরও হাতের নাগালে চলে এসেছে পাহাড়। এবার খুব শিগগির হাতের মুঠোয় আসতে চলেছে পুরীর (Puri) সমুদ্র। কিংবা বারাণসী (Varanashi)। সূত্রের খবর, নতুন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চালানোর জন্য় রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে।
সেই তালিকায় রয়েছে, হাওড়া - পুরী, হাওড়া - কটক , হাওড়া - বেনারস, হাওড়া - পটনা ও নিউ জলপাইগুড়ি থেকে অসমের ডিব্রুগড়। বন্দে ভারতের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রেল সূত্রে খবর, সম্প্রতি ভোপাল থেকে দিল্লি গামী একটি বন্দে ভারত এক্সপ্রেস প্রথমবার সেই স্পিড ছুঁয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য় বন্দে ভারতের সর্বোচ্চ স্পিড ১০০ থেকে ১১০ কিমি। রেল সূত্রে খবর, সেমি হাইস্পিড এই এক্সপ্রেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হল রেল ট্র্য়াক। উপযুক্ত ট্র্য়াক এবং তার রক্ষণাবেক্ষণ সবথেকে ইমপরট্য়ান্ট। মাটি নরম হলে, কিম্বা আবহাওয়া অনুকূল না হলে ট্রেনের গতি বাড়ানো সম্ভব নয়।
রয়েছে কিছু সমস্যা
রেল সূত্রে দাবি, এরাজ্য়ের ক্ষেত্রে, রেল ট্র্য়াকে বেশ কিছু সমস্য়া রয়েছে। যেমন কিছু জায়গায় রেললাইনে বেআইনি যাতায়াত ও জবরদখল। সেখানে অবাধে পায়ে হেঁটে রেললাইন পারাপার হয়। কিছু জায়গায় জবর দখলের কারণে ফেন্সিং দিতে বাধার মুখে পড়তে হতে পারে। তার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে ট্র্য়াকের কাজ। রেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত সমস্য়ার সমাধানের কাজ করা হয়েছে। রেল ট্র্য়াকের সমস্য়া মিটে গেলে খুব শিগগির রাজ্য় থেকে একাধিক রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন- জানতেই পারলেন না, হয়ে গেল হার্ট অ্যটাক ! সায়লেন্ট অ্যটাকের লক্ষণ কী ? কী করবেন?
কিছুদিন আগেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে-ভারত এক্সপ্রেস চালু হয়েছে। মায়ের মৃত্যুর জেরে হাওড়া উদ্বোধনী অনুষ্ঠানে আসতে না পারলেও ভার্চুয়ালি ট্রেনসফরের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ এপ্রিল ভোপাল-নয়াদিল্লি মধ্যে দেশের একাদশতম বন্দে-ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে।