Birbhum News: দুর্নীতি ইস্যুতে অনুব্রত মণ্ডলকে নিশানা বিশ্বভারতীর উপাচার্যর
Viral Video: উপাচার্য বিজেপি (BJP) সাজার চেষ্টা করছেন, আক্রমণ তৃণমূলের (Trinamool Congress)। বাস্তব কথাই বলেছেন, পাল্টা উপাচার্যকে সমর্থন বিজেপির।
আবির ইসলাম, বোলপুর: বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্যর ভাইরাল (Viral Video) হওয়া মন্তব্য ঘিরে বিতর্ক। নাম না করে দুর্নীতি নিয়ে অনুব্রত মণ্ডলকে নিশানা।
অনুব্রত মণ্ডলকে নিশানা বিশ্বভারতীর উপাচার্যর: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty) বলেন, কোভিডের (Corona) সময় বিশ্বভারতীর (Visva-Bharati University) তরফে গিয়ে দেখে এসেছি গ্রামের কী হতদরিদ্র অবস্থা। অথচ এই বীরভূমেই বোলপুর (Bolpur) শহরে কিছু লোকের পেট ফুলেফেঁপে বড় হয়ে উঠছে পয়সা রোজগার করে, সেখানে তাদের সমর্থনও আছে। উপাচার্য বিজেপি (BJP) সাজার চেষ্টা করছেন, আক্রমণ তৃণমূলের (Trinamool Congress)। বাস্তব কথাই বলেছেন, পাল্টা উপাচার্যকে সমর্থন বিজেপির। রাজনীতি টেনে এনে আশ্রমের পরিবেশ দূষিত করা হচ্ছে, বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের সমালোচনায় সরব আশ্রমিকরা। ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ভাইরাল ভিডিওতে কী শোনা যাচ্ছে? ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে, উপাচার্য বলছেন, “এই বীরভূমে বোলপুর শহরেই কিছু কিছু লোক তাঁর পেট ফুলে ফেঁপে বড় হচ্ছে পয়সা রোজগার করে। সেখানে তাঁদের সমর্থনও আছে। এর প্রতিবাদ করতে হবে। ৭৫ বছর স্বাধীনতা দিবস শুধু উদযাপন করলেই চলবে না। অঙ্গীকার করতে হবে, যে সব অন্যায়, দুর্নীতি হচ্ছে, যা আমাদের সমাজ ব্যবস্থাকে খারাপ করছে, তার বিরুদ্ধে আওয়াজ তোলাই গুরুদেবের মূল আদর্শ ছিল।’’
তুঙ্গে রাজনৈতিক তরজা: এবিষয়ে বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সরকার বলেন, "একটা নোংরা লোক। মাইনে পাওয়া কর্মী, অধ্যাপকদের ন্যায্য দাবি। সেটা তাঁদের পাওনা। মেয়া যে কোনও মূল্যে ধনকড় হওয়ার চেষ্টা করছেন।'' বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, "উপাচার্য বোলপুরে থাকেন। তাই ওঁর আচরণ দেখেছেন উপাচার্য। সেই আচরণের মধ্যেই দিয়ে উনি বক্তব্য জানিয়েছেন।''
এদিকে আজ ফের মেডিক্যাল টেস্ট হবে অনুব্রত মণ্ডলের। সিবিআই সূত্রে খবর, জেরায় জানতে চাওয়া হবে তাঁর আয়ের উত্স। কীভাবে হল কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি? প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে, জানতে চাওয়া হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কাছে। গরুপাচারের টাকা হাত বদলে কী অনুব্রত ও তাঁর আত্মীয়দের নামে ফিক্সড ডিপোজিট করা হয়েছিল? জানতে চায় সিবিআই। খবর সূত্রের। অন্যদিকে, সিবিআই সূত্রে দাবি, কোনওদিন বিদেশে যাননি অনুব্রত। তাঁর পাসপোর্ট চাওয়া হলে নিজেই জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
আরও পড়ুন: Partha Chatterjee: পার্থ-অর্পিতার পরিবারের মধ্যে সংস্থার শেয়ারের হাতবদল? কী তথ্য দিচ্ছে ইডি?