Vidyasagar Setu Death : দ্বিতীয় হুগলি সেতুতে বাইক দাঁড় করিয়ে ঝাঁপ সাতসকালে
Vidyasagar Setu Death Update : পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার দিকের লেনে এই ঘটনা ঘটে।
সুনীত হালদার , হাওড়া : সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে ( 2nd Hoogly Bridge ) বাইক দাঁড় করিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার দিকের লেনে এই ঘটনা ঘটে।
কলকাতা ( Kolkata ) থেকে হাওড়া ( Howrah ) যাওয়ার পথে, দ্বিতীয় হুগলি সেতুতে বাইক থামিয়ে এক ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দেন। পেছন থেকে আসছিলেন এক ব্যক্তি । তিনি ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলেও তাঁকে আটকাতে পারেননি। পরে তিনিই এসে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে কর্মরত পুলিশ আধিকারিকদের এই ঘটনার খবর দেন ।
খবর পেয়ে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশরা। তারা বাইকটি উদ্ধার করেন । শুরু হয়েছে তদন্ত। ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন :
অ্যাাডিনো সংক্রমণ, কী কী লক্ষণ দেখলে হাসপাতালে ভর্তি করতেই হবে ?
২০২২ এও ঘটেছিল এমন ঘটনা
গত বছর এমনই একটি ঘটনা ঘটে। ২০২২ এর জানুয়ারিতে তামিলনাড়ুর বাসিন্দা যুবকের ঝাঁপ দেন দ্বিতীয় হুগলি সেতু থেকে। তবে গঙ্গায় নয়, তিনি ঝাঁপ দেন দ্বিতীয় হুগলি সেতুর শালিমারের দিকে রাস্তায়। সেদিন সকাল ১১টা নাগাদ স্থানীয়রা তাঁকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেনখে। শিবপুর থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। যুবকের পকেটে একটি আধার কার্ড ছিল। তাতে নাম লেখা ছিল বিকাশ বিশ্বাস।
রবিবার হাওড়ায় দুর্ঘটনা
অন্যদিকে, রবিবার গভীর রাতে হাওড়ার ডোমজুড়ের নিবড়া সেতুতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী ১৯ বছরের তরুণের। গুরুতর আহত হন আরও এক বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ বাইক আরোহী দুই তরুণ দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চলছে।