Visva Bharati: উপাচার্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বিশ্বভারতী কর্তৃপক্ষের, মিছিলের বিরোধিতা করে পুলিশকে চিঠি
Birbhum News: আগামী ৫মে প্রতীচীর সামনে যে ধর্না এবং অবস্থান বিক্ষোভ হবে তাতে বিশ্বভারতী ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, দাবি চিঠিতে
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিশ্বভারতীর আধিকারিকদের নিরাপত্তা নিয়ে সংশয় কর্তৃপক্ষের। এমনই অভিযোগ তুলে তাঁদের নিরাপত্তার দাবি জানিয়ে বীরভূম জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার-সহ একাধিক আধিকারিককে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। একই ভাবে আর একটি চিঠিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করেছে, গত ১মে রতনপল্লি থেকে প্রতীচী পর্যন্ত যে মিছিল হয়েছে এবং আগামী ৫মে প্রতীচীর সামনে যে ধর্না এবং অবস্থান বিক্ষোভ হবে তাতে বিশ্বভারতী ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিশেষ করে যে রাস্তার উপর বিক্ষোভ অবস্থান হবে সেই রাস্তার উপরেই একাধিক ঐতিহাসিক এবং হেরিটেজ ভবন রয়েছে। একই ভাবে অর্মত্য সেনের জমি বিবাদের বিষয় আদালতে বিচারাধীন। তাই এই ধরনের ধর্না এবং অবস্থানের অনুমতি পুলিশ এবং জেলা প্রশাসনের তরফে দেওয়া উচিত নয় বলে বিশ্বভারতী চিঠিতে জানিয়েছে।
হাইকোর্টে ধাক্কা বিশ্বভারতীর:
অমর্ত্য সেনের জমি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী। শনিবারের মধ্যে জমি খালি করার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। অন্যদিকে, বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরোধিতায় শনিবার থেকে প্রতীচী বাড়ির কাছে দুদিনের প্রতিবাদ সভার প্রস্তুতি শুরু হয়েছে। তার বিরোধিতা করে প্রশাসনকে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জেলা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের প্রতীচী বাড়ির ১৩ ডেসিমল জমি। শনিবারের মধ্যে খালি করার নির্দেশ দেয় বিশ্বভারতী। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নোটিস দেওয়া হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপের সমালোচনা করে শনিবার থেকেই দু'দিনব্য়াপী একটি প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে শান্তিনিকেতনে। অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির পাশেই বাঁধা হচ্ছে মঞ্চ। সূত্রের খবর, সঙ্গীত শিল্পী কবীর সুমন, চিত্রপরিচালক গৌতম ঘোষ, চিত্র শিল্পী যোগেন চৌধুরী ও শুভাপ্রসন্ন, চিকিৎসক অভিজিৎ চৌধুরী-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ওই প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন।
প্রতিবাদ সভার আয়োজক সুব্রত ভকত বলেন, 'যেভাবে উপাচার্য অমর্ত্যকে লাগাতার আক্রমণ করছেন, তারই প্রতিবাদে এই সভা। বিশ্বভারতী ৬ তারিখ ঝামেলা করলে আমরাও প্রতিরোধ করব।' স্থিতাবস্থা যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়, তার জন্য অমর্ত্য সেনের প্রতীচী বাড়ি লাগোয়া এলাকায় ১৪৫ ধারা জারি রেখেছে রাজ্য প্রশাসন। নোবেলজয়ীর বাড়িতে পাকাপাকি ভাবে বসানো হয়েছে পুলিশ ক্য়াম্প। আর এসবের মধ্যে, অমর্ত্য সেনের বাড়ির কাছে আন্দোলন কর্মসূচির জেরে ক্যাম্পাসের পরিবেশ ও পঠনপাঠন বিঘ্নিত হবে। এই আশঙ্কা প্রকাশ করে বোলপুরের মহকুমা শাসককে চিঠি দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব মানবেন্দ্রনাথ সাহা। এর পাশাপাশি উপাচার্য-সহ বিশ্বভারতীর আধিকারিকদের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করে শান্তিনিকেতন থানাতেও অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অন্যদিকে, উচ্ছেদ-নোটিসের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন কর্মসূচি নিয়েছে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি।
বোলপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কুন্তল রুদ্র বলেন, 'উপাচার্য মনে করছেন উনি ছাড়া সবাই দুষ্কৃতী। উনি এভাবেই অমর্ত্যদার জমি দখল করতে পারেন না।' এই সংক্রান্ত বিষয়ে জানতে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিকারিকে ফোন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা