WB Assembly By Election 2024: ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর দাদার 'মাতব্বরি', প্রশ্নের মুখে কী প্রতিক্রিয়া?
Raigunj News: প্রিসাইডিং অফিসার নিজেই স্বীকার করলেন, সকাল সাড়ে আটটার মধ্যেই তিন থেকে চারবার ভোটারদের নিয়ে একেবারে ভোটগ্রহণ কক্ষে ঢুকেছেন তিনি।
উজ্জ্বল মুখোপাধ্যায়, রায়গঞ্জ: ভোট চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে অতিসক্রিয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের (WB Assembly By Election 2024) তৃণমূল প্রার্থীর দাদা। ভোটারদের নিয়ে কেন্দ্রের ভেতর ঢুকে থাকতে দেখা যায় তাঁকে। যদিও প্রশ্নের মুখে পড়ে নীরব প্রার্থীর দাদা পাপ্পু কল্যাণী।
অতিসক্রিয় তৃণমূল প্রার্থীর দাদা: ভোটের শুরু থেকেই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের বাইরে তৃণমূলের বিশাল জমায়েত দেখা যায়। কেন্দ্রীয় বাহিনী এসে একবার হঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ১৪১ ও ১৪২ নম্বর বুথের সামনে আবার জমায়েত করে তারা। ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় জয়ামেতকারীদের। আর এর মধ্যেই এক বুথে ঘটল বেনজির ঘটনা। ভাই তৃণমূল প্রার্থী। আর সেই কেন্দ্রেই 'অতিসক্রিয়' দাদা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোটারদের নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে মাতব্বরি। বিতর্কে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর দাদা পাপ্পু কল্যাণী।
এদিন দেখা যায়, কৃষ্ণ কল্যাণীর দাদা পাপ্পু কল্যাণী ভোটারদের নিয়ে অবাধে একেবারে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন তিনি। একবার নয়, বারবার। এবিপি আনন্দর ক্যামেরায় দুমিনিটে দুবার ঢুকতে দেখা গেল তাঁকে। আর প্রিসাইডিং অফিসার নিজেই স্বীকার করলেন, সকাল সাড়ে আটটার মধ্যেই তিন থেকে চারবার ভোটারদের নিয়ে একেবারে ভোটগ্রহণ কক্ষে ঢুকেছেন তিনি। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ১৪১ নম্বর বুথে দেখা গেল এই দৃশ্য। কৃষ্ণ কল্যাণীর দাদার সাফাই, তিনি এই বুথের দায়িত্বে আছেন।
রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। নির্বাচনী লড়াইয়ে রায়গঞ্জ বরাবরই নজরকাড়া কেন্দ্র। গত বিধানসভা ভোটে, রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়ে, ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে তাঁর। দু'হাজার একুশের অক্টোবর মাসে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে, রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্য়াণীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিনতু দলকে জেতাতে পারেননি তিনি। বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে, ৬৮ হাজারের বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্য়াণী। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি