WB College Admission: কবে শুরু কলেজে ভর্তি? বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী
College Admission News: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হল না ভর্তি। এখনও খোলেনি ভর্তির পোর্টাল।

কলকাতা: কবে শুরু হবে কলেজে ভর্তির (WB College Admission) প্রক্রিয়া? বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষামন্ত্রী। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু জানিয়েছেন, 'কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে।'
৩০ এপ্রিল ফল বেরিয়েছে ISC-র। ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হল না স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। এখনও খোলেনি ভর্তির পোর্টাল। কবে খুলবে ভর্তির পোর্টাল? এদিন বিধানসভায় কলেজে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। তার উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, "কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। UGC-র গাইডলাইন মেনেই সব করা হচ্ছে। পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি।''

OBC সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, ২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানায়, ২০১০ সালের পরে যাঁদেরকে OBC তালিকাভুক্ত করা হয়েছে, তাঁরা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনও ধরনের সংরক্ষণের সুবিধা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলা এখনও চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এই প্রেক্ষিতে পড়ুয়া থেকে অভিভাবকদের প্রশ্ন, OBC সংরক্ষণ জটের সমাধান কবে কীভাবে হবে? কবে খুলবে ভর্তির পোর্টাল? ভর্তি পিছিয়ে গেলে রাজ্যের সমস্যা বাড়বে, আশঙ্কা উপাচার্য থেকে অধ্যক্ষদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। সবথেকে বেশি সংখ্যায় কলেজ রয়েছে। বাচ্চারা উচ্চমাধ্যমিক পাশ করে জিজ্ঞেস করছে কবে ভর্তি হব? উত্তর দিতে পারছি না। তাঁরা এটা বোঝে কবে কোথায় কোন সমস্যা সরকার করেছিল, তার বলি ওঁরা হচ্ছে। আজকে যদি এভাবে আটকে থাকে, এর দায় তো আমাদের নয়, সরকারের।''
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, "গতবছর পোর্টাল খুলেছিল ১৯ জুন। আমরা দেরিতে নেই। আপনাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ছাত্রদেরও চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। গতবার ১৯ শে জুন খুলেছিল। এবার তার আগে খুলব। পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে। আর ৭ দিনের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে।'' শিক্ষামহলের আশঙ্কা- ভর্তিতে দেরি হলে ভাল ছাত্ররা রাজ্যের বাইরে চলে যাবেন বা বেসককারি জায়গায় ভর্তি হবেন। পাশাপাশি, পিছিয়ে যাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, "ভাল ছাত্ররা বাইরে চলে যাবে। সরকার কিছুই দেখছে না।''
Education Loan Information:
Calculate Education Loan EMI






















