Mamata On JEE Result : রাজ্য জয়েন্টে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের 'শুভেচ্ছা' জানালেন মুখ্যমন্ত্রী, লিখলেন, 'আইনি জটিলতায় ফলপ্রকাশে দেরি হল..'
Mamata ON WB JEE Result 2025 : অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে, পোস্টে কী লিখলেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেন,'রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনও কারণে ভালো ফল করতে পারনি, তারা মন খারাপ কর না। মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নাও। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরও সফল হবে', বাংলার মুখ তোমরা উজ্জ্বল করবে, পোস্ট মুখ্যমন্ত্রীর।

হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের পরেই ফলপ্রকাশ
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আটকে ছিল বিষয়টি। কিন্তু এদিন জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ফলপ্রকাশের জন্য বিচারপতি কৌশিক চন্দর তৈরি করে দেওয়া গাইডলাইনের উপরও স্থগিতাদেশ আনে। এই নির্দেশের কিছু সময়ের মধ্যেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ্যে আসে। মূলত আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, গত ৭ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ, তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হল। এবং তিনি জয়েন্ট এন্ট্রাস ফল প্রকাশ সংক্রান্ত গাইড লাইন বেধে দিয়েছিলেন, বা যে গাইড লাইন তৈরি করে দিয়েছিলেন, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়।
মেধা তালিকা দেখুন একনজরে
জয়েন্টের প্রথম ১০ জনের মেধা তালিকায় প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী
জয়েন্টে দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস
তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু
জয়েন্টে চতুর্থ রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়
জয়েন্টের মেধা তালিকায় পঞ্চম দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই
মেধা তালিকায় ষষ্ঠ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র
জয়েন্টে সপ্তম বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়
জয়েন্টে অষ্টম খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী
জয়েন্টে নবম রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা
মেধা তালিকায় দশম স্থান বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়ের
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















