WB Municipal Election 2022 : বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
Municipal Poll 2022: ভোটের আগের রাতে বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর করা হয়। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ
বিধাননগর : ভোট-পর্বের শুরুতেই একাধিক অভিযোগ উঠছে বিধাননগরের বিভিন্ন জায়গায়। কোথাও ভুয়ো ভোটার (Fake Voters) ধরার দাবি, কোথাও বিরোধী প্রার্থীকে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল।
বিধাননগরের (Bidhannagar) ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালালেন ওই যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।
এদিকে ভোটের আগের রাতে বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর করা হয়। দু-দুবার হামলা চালিয়ে জানলার কাচ ভাঙা হয় বলে অভিযোগ। তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী সুশোভন মণ্ডলের।
বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডেও বহিরাগত-অভিযোগ। বিজেপি প্রার্থী পিয়ালি বসুর অভিযোগ, ১৮৫ নম্বর বুথে আচার্য প্রফুল্লচন্দ্র স্কুলের পিছনের গেট দিয়ে বহিরাগতদের ঢোকানো হচ্ছিল। প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীর এজেন্টরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানানোর পর স্কুলের পিছনের গেটে তালা লাগানো হয় বলে দাবি বিজেপি প্রার্থীর।
আরও পড়ুন ; বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর, দফায় দফায় উত্তেজনা বিভিন্ন বুথে
বিধাননগরের ২৪ নম্বর ওয়ার্ডে কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের বুথে সিপিএম প্রার্থী অলোক রায়কে হেনস্থার অভিযোগ। তাঁর এজেন্টকেও বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বাম প্রার্থী।
অন্যদিকে আবার ১২ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা শুরু হয়। বুথে এজেন্টদের বসার জায়গা নিয়ে সিপিএম প্রার্থী রিঙ্কু রহমানের সঙ্গে নির্দল প্রার্থীর বচসা হয় বিস্তর। ইচ্ছা করে ভোটগ্রহণে দেরি করানোর অভিযোগ করেন বাম প্রার্থী। পরে নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে তৃণমূল প্রার্থীর এজেন্টের বচসা বাধে। পুলিশ গিয়ে দু’ পক্ষকে সরিয়ে দেয়। এর পাশাপাশি, এই ওয়ার্ডে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। সিপিএম প্রার্থী দলীয় প্রতীক আঁকা টুপি পরে আটঘড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ঢোকেন। টুপি খোলান অন্যরা।
প্রসঙ্গত, ৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে আবার কোনও বুথই স্পর্শকাতর নয়। এরপরও মোতায়েন প্রায় সাড়ে ৭০০ পুলিশ।