WB Municipal Poll Result 2022: ''তাহেরপুরের বামপন্থীদের স্যালুট জানাই, প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়েছেন তাঁরা''
WB Municipal Poll Result 2022: সেখানে ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে সিপিএম জিতেছে। পাঁচটি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূলের। নিজেদের দখলে পুরসভা রাখতে সমর্থ হয়েছে তাহেরপুর।
কলকাতা: পুরভোটে রাজ্যের চারিদিকে সবুজ ঝড়। কিন্ত এর মাঝেও ব্যতিক্রম তাহেরপুর। সেখানে ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে সিপিএম জিতেছে। পাঁচটি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূলের। নিজেদের দখলে পুরসভা রাখতে সমর্থ হয়েছে তাহেরপুর।
এরপরই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন মুখোপাধ্যায় বলেন, ''এতকিছুর পরও কোনও কোনও ওয়ার্ডে কীভাবে তৃণমূল হারল। নির্বাচনের কর্মীরা ও পুলিশ কেন জেতাতে পারল না তৃণমূলকে, তার জন্য আমার মনে হয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূল বারবার বিরোধী শূন্য রাজনীতির কথা বলছিল, কিন্তু এর মাঝেও তাহেরপুরের মানুষ সব প্রতিকূলত রোধ করে ভোট দিয়েছে।''
সুজন আরও বলেন, ''তাহেরপুরেও সবরকম প্রচেষ্টা করা হয়েছিল যাতে ভোট মানুষ দিতে না পারে। কিন্তু এরপরও মানুষ সিপিএমকে ভোট দিয়েছে। তাঁদের স্যালুট জানাই আমি। তৃণমূলের ভোট একেকটি ওয়ার্ডে ৮৭ শতাংশ, ৮৭.২৪, ৯১ শতাংশ। এটা না কি ভোট শতাংশ। বিভিন্ন জায়গায় পুরোপুরি দখলদারি করতে পারেনি। ছাপ্পা চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যেখানে মানুষ খানিকটা ভোট দিতে পেরেছে, সেখানেই দেখা যাচ্ছে যে তৃণমূলের হাল ভাল না। বিজেপি তো নেইই, কিন্তু বামপন্থীরা আবার শক্তিশালী হয়ে উঠছে।''
তৃণমূলকে একহাত নিয়ে সুজন আরও বলেন, ''বাইরে থেকে বাহিনী নিয়ে এসে নির্বাচনী প্রক্রিয়াকে নষ্ট করছে। কামারহাটির তৃণমূলের প্রার্থী ভোট দিতে পারেনি। উত্তর দমদমে তৃণমূল প্রার্থীর মেয়ে ভোট দিতে পারেনি। তৃণমূলের বিরুদ্ধে অনেকে লোকই ভোট দিতে পারেনি। মানুষের এই দলটার প্রতি বিশ্বাস কমছে, এবারের নির্বাচন তা বুঝিয়ে দিয়েছে। আমরাই যে বিকল্প, তা সবাই বুঝতে পারেছ।''
উল্লেখ্য, ১০৮টি পুরসভার যে ফল বেরিয়েছে তাতে খাতাই খুলতে পারেনি বিজেপি। সেখানে সিপিএম একটি পুরসভা নিজেদের দখলে রেখেছে।
এদিকে, এদিকে বীরভূমে একটি আসনে জয়লাভ করেছে সিপিআইএম, তবে রাজ্যজুড়ে বিজেপির ফলাফল আশাব্যঞ্জক নয়। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "বামেরা ফাইল করতে পেরেছে নমিনেশন, কংগ্রেস ফাইল করতে পেরেছে। বিজেপি কেন পারছে না? বিজেপির কোনও লোক নেই, সংগঠন নেই। ক'টা পাতাখোর, নেশাখোর লোকেদের দিয়ে ভোট হয়না। রাজনীতি একটা সংগঠন। তবুও তো সিপিএম ভোট পেয়েছে সব জায়গায়। ওঁরা উনিশে যে ভুল করেছিল, সেটা সংশোধন করেছে। আবার কিন্তু ভোট পাচ্ছে। আমার এখানেও ভোট পেয়েছে। সিপিআইএম সবজায়গায় কিন্তু আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছে। কারণ একটা সংগঠন আছে। সিপিআইএম দলটা নরেন্দ্র মোদির মত মিথ্যেবাদী দল নয়।"