WB Municipal Election 2022: পুরভোটে জয়ী নির্দল প্রার্থীরা বহিরাগত নয়, দাবি মদনের, সম্ভবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন, পাল্টা কুণাল
WB Municipal Poll 2022: ‘পুরভোটে জয়ী নির্দল প্রার্থীরা বহিরাগত নয়’, মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রের। ‘মদন মিত্র সম্ভবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন’, পাল্টা দাবি কুণাল ঘোষের।
কলকাতা: ১০৮টি পুরসভার ভোটে (Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থীতালিকা প্রকাশিত হওয়ার পরেই বিভিন্ন জেলায় দলের নেতা-কর্মীদের ক্ষোভ দেখা যায়। দলীয় প্রার্থী হতে না পেরে অনেকেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন। দলের হুঁশিয়ারির পরেও অনেকে মনোনয়ন প্রত্যাহার করেননি। এই নির্দল প্রার্থীদের মধ্যে অনেকেই আবার জয় পেয়েছেন। তাঁদের কি এবার দলে ফেরাবে তৃণমূল কংগ্রেস? এ বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
বুধবার পুরভোটের ফল প্রকাশের পর নির্দলদের নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘নির্দল নিয়ে দল সিদ্ধান্ত নেবে। মাত্র কয়েকজন আছে। রাজ্য কমিটি ঠিক করবে।’
আজ কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বললেন, ‘পুরভোটে জয়ী নির্দল প্রার্থীরা বহিরাগত নয়।’ তাঁর এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য মদনের এই বক্তব্য খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, ‘মদন মিত্র সম্ভবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মদন মিত্রের এরকম কোনও বক্তব্য দল অনুমোদন করে না।’
মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা ও হুগলির চাঁপদানি, রাজ্যের এই চার পুরসভার ফল ত্রিশঙ্কু হয়। এর মধ্যে চাঁপদানিতে তারাই বোর্ড গঠন করতে চলেছে বলে দাবি করল তৃণমূল। শাসক দলের দাবি, নির্দলদের বড় অংশই তাদের সমর্থন করেছেন।
আরও পড়ুন বাঁকুড়ায় নির্দল প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিশানায় তৃণমূল
চাঁপদানি পুরসভার তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্যান সুরেশ মিশ্রের বক্তব্য, 'যে ৬ জন নির্দল প্রার্থী রয়েছেন, তাঁরা লিখিতভাবে জমা দিয়েছেন, বিনা শর্তে তাঁরা তৃণমূলকে সমর্থন করবেন। সুতরাং বোর্ড গঠন নিয়ে কোনও সমস্যা নেই।'
তাহলে কি ত্রিশঙ্কু-জট কাটছে হুগলির চাঁপদানি পুরসভার? তৃণমূলের দাবি, নির্দলদের বড় অংশই তাদের পাশে দাঁড়ানোয় বোর্ড গড়া এখন কেবল সময়ের অপেক্ষা। চাঁপদানি পুরসভার, ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১১টি আসনে। এই পুরসভায় ১০টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। ১টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।
এই প্রেক্ষাপটে বোর্ড গড়তে তৃণমূলের প্রয়োজন অন্যের সমর্থন। শাসক দলের দাবি, ৬ জন নির্দল প্রার্থী তাঁদেরকে লিখিতভাবে পাশে থাকার কথা জানিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে জয়ী ৬ নির্দল প্রার্থী শাসক দলকে সমর্থন করার কথা জানিয়েছেন, তাঁদের মধ্যে একজনকে আগেই বহিষ্কার করে তৃণমূল।