Bankura: বাঁকুড়ায় নির্দল প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিশানায় তৃণমূল
Bankura News: পুরভোটের (municipal electin 2022) ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ছবি দেখা গেল। বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হয়েছে।
![Bankura: বাঁকুড়ায় নির্দল প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিশানায় তৃণমূল Allegations of attack on non-party candidate's victory procession in Bankura, Trinamool targeted Bankura: বাঁকুড়ায় নির্দল প্রার্থীর বিজয় মিছিলে হামলার অভিযোগ, নিশানায় তৃণমূল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/cf9a72bcbb4f0daab8c6299443890783_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পুরভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ পার্টি অফিস ভাঙচুরের ঘটনা বাঁকুড়া (bankura) শহরে। পুরভোটের (municipal electin 2022) ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ছবি দেখা গেল। বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হয়েছে। সেই এলাকায় জয় ছিনিয়ে নিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা বাঁকুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল। তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে সেখান থেকে দাঁড়িয়েছিলেন।
সূত্রের খবর, গতকাল জয়ের পরই নির্দল প্রার্থী বিজয় মিছিল নিয়ে বেরিয়েছিল। সন্ধেবেলা শান্তিপূর্ণ মিছিল করেছিল দিলীপ আগরওয়াল। কিন্তু সেই সময়ই না কি তৃণমূলের কর্মীরা মিলে সেই মিছিলে আক্রমণ করে। অভিযোগ উঠেছে যে তৃণমূলের কর্মীরা লাঠি নিয়ে চড়াও হয় নির্দল প্রার্থীর বিজয় মিছিলের ওপর। এমনকী সেই মিছিলের পেছন দিকে একটি টেম্পো গাড়িকে না কি উল্টে দেওয়া হয়।
জানা গিয়েছে যে, ওই টেম্পোর মধ্যে মায়ের সাথে থাকা এক ৪ বছরের শিশু জখম হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে। মারধর করা হয়েছে দুই নির্দল কর্মীকে। সেই বিজয়ী প্রার্থী ও তাঁর সমর্থকরাও জখম হয়েছে বলে দাবি করেছেন সদ্য জয়ী হওয়া নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। তিনি জানিয়েছেন, তৃণমূল হার মেনে না নেওয়ার কারনে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে তৃনমূলের পালটা দাবি, বিজয় মিছিল করার সময় নির্দল কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে। জয়ী হয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে নির্দলরা, এমনই দাবি করছে তৃণমূল।
উল্লেখ্য, রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে (Municipal Election) তৃণমূলের (TMC) ঝড়। বিজেপি (BJP), কংগ্রেসকে (Congress) শূন্য করে ১০২ পুরসভাতেই তৃণমূলের জয়জয়কার। চারটি পুরসভা ত্রিশঙ্কু। শেষ অবধি কি এই পুরসভাগুলিতে বোর্ড গড়তে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের সমর্থন নেবে তৃণমূল? রাজ্যের যে চারটি পুরসভার ফল ত্রিশঙ্কু হয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদের বেলডাঙা, পূর্ব মেদিনীপুরের এগরা, পুরুলিয়ার ঝালদা ও হুগলির চাঁপদানি পুরসভা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)