WB Weather Updates: ঝোড়ো ইনিংসে সামান্য বিরতি, তাপমাত্রা সামান্য বাড়লেও, আপাতত বিদায় নিচ্ছে না শীত
Kolkata Weather: ঝোড়ো ইনিংসে একটু বিরতি নিল শীত। হাওয়া বদল শুরু হল বাংলায়।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: মকর সংক্রান্তিতে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই (WB Weather Updates)। তা বলে বাংলা থেকে এখনই পাততাড়ি টাচ্ছে না শীত। আগামী সপ্তাহে ফের পারদ-পতনের পূূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। এর মধ্যেই জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী সপ্তাহে ফের পারদ-পতনের পূূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
ঝোড়ো ইনিংসে একটু বিরতি নিল শীত। হাওয়া বদল শুরু হল বাংলায়। উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে এ রাজ্যেও কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম (Kolkata Weather)।
অন্য দিকে, এ দিন দার্জিলংয়ের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। জলপাইগুড়িতে ৮.৩, মালদায় ৮.৯, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। এ দিন বহরমপুরে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৮.১, পুরুলিয়ায় ৮.৫ এবং শ্রীনিকেতনে ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।
আরও পড়ুন: Mamata Banerjee: চিড়িয়াখানায় বাঘের এসি বসানো খাঁচাও তাঁর তৈরি, জানালেন মমতা
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমি ঝঞ্ঝার কারণে আজ থেকে বাড়বে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস
এর মধ্যেই এ দিন শীতের কামড়ে একে অন্যকে টক্কর দিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ। কালিম্পংকে পিছনে ফেলেছে শ্রীনিকেতন, পানাগড়। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরে সোমবার থেকে ফের নামবে পারদ। অবাধ উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফের জাঁকিয়ে ফিরবে শীত।
এর আগে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছিল। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। তাপমাত্রা সমান্য ঊর্ধ্বমুখী হওয়ায় সেই সমস্যা থেকেও কিছুটা রেহাই মিলবে বলে মনে করা হচ্ছে। তবে দূষণকে ঘিরে উদ্বেগ বাড়ছে।