WB Madhyamik Result 2024: 'ছাত্রদের উপর প্রভাব পড়বে..', চাকরি বাতিলে প্রতিক্রিয়া মাধ্যমিকে প্রথম ও তৃতীয়র
Chandrachur Udayan On Recruitment Scam: চাকরি বাতিলের ইস্যুতে প্রতিক্রিয়া দিল মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী এবং তৃতীয় স্থান অধিকারী, কী বলছে চন্দ্রচূড় ও উদয়ন প্রসাদ ?
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। ২০১৬-র পুরো প্যানেল বাতিলের নির্দেশই আপাতত সুপ্রিম কোর্টে বহাল (Supreme Court)। চাকরি বাতিলের ইস্যুতে এবার প্রতিক্রিয়া দিল মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন এবং তৃতীয় স্থান অধিকারী বালুরঘাট স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ।
হাইকোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, তুমি একজন ছাত্র হিসেবে এটাকে কীভাবে দেখছো ?
প্রশ্নের পর দ্রত প্রতিক্রিয়া দেয় চন্দ্রচূড় সেন। সে জানিয়েছে, দেখুন কোনও একটা জিনিসের মধ্যে সুদ-আসল দুটো প্রভাবই বর্তমান থাকে। তবে আমি এক্ষেত্রে অবশ্যই বলব যে, ২৬ হাজার শিক্ষক, যারা এসএসসি প্যানেল থেকে বাতিল গিয়েছেন, যারা অবৈধ উপায় অবলম্বন করে হয়েছেন, তবে সে বিষয়ে অবশ্যই আমি তাঁদেরকে বিচার করতে পারি না। তাঁদের অভিজ্ঞতা আমার থেকে অনেকটাই বেশি। এই অবধি বলে হেসে ফেলে চন্দ্রচূড়। বলে, এক্ষেত্রে তো আমার অভিজ্ঞতার প্রশ্নই আসে না। তবে যারা খুবই নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন, এবং একটা যোগ্য স্থান পেয়েছিলেন, নিজেদের সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতার মানদণ্ড হয়ে উঠেছিলেন, তাঁরা যখন এখান থেকে বাতিল হয়ে যাচ্ছেন, তাঁদের পরিবারের পাশাপাশি ছাত্রদের উপরেও প্রভাব পড়তে চলেছে।'
যেটা হচ্ছে, সেটা তো ঠিক হচ্ছে না, ভবিষ্যত প্রজন্মের সমস্যা হবে: উদয়ন প্রসাদ
অপরদিকে, উদয়ন প্রসাদ জানিয়েছে, যেটা হচ্ছে, সেটা তো ঠিক হচ্ছে না। শিক্ষার বিষয়ে, চাকরি-বাকরির যে আকাল পড়েছে..ভবিষ্যত প্রজন্মের সমস্যা হবে। যারা যোগ্য তাঁদের চাকরিটা দেওয়া উচিত। অযোগ্যরা চাকরি নিয়ে রেখেছে।..' সেক্ষেত্রে এই যে পড়াশোনা করছ, একদিন চাকরি করবে, তোমাদের এই দাবিটা আসছে যে, সঠিক পদ্ধতি মেনেই সব কিছু করা উচিত , তাই তো ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে সম্মতি জানায় উদয়ন। বলে, সবকিছু ন্যায়ভাবে সম্পন্ন হওয়া উচিত।' পাশাপাশি এদিন সে স্বপ্ন নিয়েও মুখ খোলে। উদয়ন জানিয়েছে, এর পরবর্তী সে ডাক্তার হতে চায়। ছোট থেকেই ইচ্ছে ছিল। পাশাপাশি এটা আমাদের এক প্রান্তিক জেলা। চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম। তাঁদের সেবা করার ইচ্ছে রয়েছে।'
আরও পড়ুন, পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন, বললেন..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।