Durga Puja Weather: সন্ধ্যে হতেই বৃষ্টি শুরু, সঙ্গে প্রবল বজ্রপাত, জেলায় জেলায় হলুদ সতর্কতা, কাল আরও বাড়বে দুর্যোগ?
Weather Warning: যদিও বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড়।

কলকাতা: বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এরই মধ্যে দেবী বোধনের দু'দিন আগেই ফের বৃষ্টি কলকাতা এবং জেলায় জেলায়। যদিও বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড়। সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যের পরই মেঘ জমতে শুরু করে আকাশে। সঙ্গে প্রবল বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। চতুর্থীতে তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ফের নিম্নচাপের আশঙ্কা।
মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই পরিণত হতে পারে নিম্নচাপে। অন্যদিকে, উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারালেও, ফের আশঙ্কা-বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নতুন নিম্নচাপের জেরে ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ২৭ সেপ্টেম্বর, পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
২৮ সেপ্টেম্বর অর্থাৎ ষষ্টীতে দক্ষিণ ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
A low-pressure area is likely to form over north and adjoining central Bay of Bengal during next 12 hours pic.twitter.com/dleA1BkcSU
— IMD Kolkata (@ImdKolkata) September 25, 2025
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী কয়েক দিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আছে, সেটা থাকবে আগামী ৭ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।






















