North Bengal Weather:বৃষ্টি কমার আশা রয়েছে উত্তরবঙ্গে? কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া?
Rain Forecast:আবহাওয়া দফতরের তরফে সপ্তর্ষি ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি থাকবে।
![North Bengal Weather:বৃষ্টি কমার আশা রয়েছে উত্তরবঙ্গে? কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া? Weather Update And Forecast Of North Of Bengal For 25 February 2024 North Bengal Weather:বৃষ্টি কমার আশা রয়েছে উত্তরবঙ্গে? কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/79c898336febe92688a3187e731916571708785322668482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার মুখে। বৃষ্টি থেমে শীত কি আর ফেরার কোনও আশা রয়েছে উত্তরবঙ্গে? কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস? জেনে নেওয়া যাক?
যা জানা গেল...
আবহাওয়া দফতরের তরফে সপ্তর্ষি ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি থাকবে। দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। নির্দিষ্ট করে বললে, রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২৭ তারিখ ও ২৮ তারিখ শুধুমাত্র দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
আগামীকাল কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা |
আবহাওয়ার (সর্বনিম্ন তাপমাত্রা, |
দার্জিলিং |
৫ ডিগ্রি
১৫ ডিগ্রি
বাতাস: ১১ মি/সে
|
জলপাইগুড়ি |
১৫ ডিগ্রি
২৭ ডিগ্রি
বাতাস: ১০মি/সে
|
কালিম্পং |
১২ ডিগ্রি
১৮ ডিগ্রি
বাতাস: ১০মি/সে
|
আলিপুরদুয়ার |
১৫ ডিগ্রি
২৭ ডিগ্রি
বাতাস: ৮মি/সে
|
কোচবিহার |
১৪ ডিগ্রি
২৬ ডিগ্রি
বাতাস: ১১মি/সে
|
উত্তর দিনাজপুর |
১৪ ডিগ্রি
২৬ ডিগ্রি
বাতাস: ১০মি/সে
|
দক্ষিণ দিনাজপুর |
১৯ ডিগ্রি
২৭ ডিগ্রি
বাতাস: ৯মি/সে
|
মালদা |
১৯ ডিগ্রি
২৭ ডিগ্রি
বাতাস: ৯মি/সে
|
(তাপমাত্রার সূচক ডিগ্রি সেলসিয়াসে)
বাকি রাজ্যের কী ছবি?
শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ ছিল আংশিক মেঘলা। দুপুর পেরিয়ে বিকেল নামতেই নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দেয় হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ রবিবার কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে, জানিয়ে দেয় আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় আগামীকালও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানেই ঝড়বৃষ্টির ইতি হচ্ছে, এমন নয়। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ২৭ ফেব্রুয়ারি ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এমনিতে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। পরে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:বেড়মজুরে জমা পড়া জমি দখলের ৬৬ অভিযোগের ৫০টিতেই অভিযুক্ত শেখ সিরাজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)