Sandeshkhali Incident: বেড়মজুরে জমা পড়া জমি দখলের ৬৬ অভিযোগের ৫০টিতেই অভিযুক্ত শেখ সিরাজ
Sheikh Sirajuddin: বেড়মজুরে পুলিশের ক্যাম্পে জমি দখলের যে ৬৬টি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৫০টিই শেখ শাহাজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বলে সূত্রের খবর।
পার্থপ্রতিম ঘোষ A সমীরণ পাল, সন্দেশখালি: দাদার পরে এবার ভাইয়ের আরেক কীর্তি ফাঁস! বেড়মজুরে পুলিশের ক্যাম্পে জমি দখলের যে ৬৬টি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৫০টিই শেখ শাহাজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বলে সূত্রের খবর। শুধু জমি নয়, বাজারও দখলের অভিযোগ রয়েছে তাঁর নামে। শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখলের অভিযোগ শেখ সিরাজের বিরুদ্ধে! জমি দখল করে সিরাজের নামে আস্ত একটা মার্কেটও তৈরি করা হয় বলে দাবি!
বিশদ...
সূত্রের খবর, সন্দেশখালির বাসিন্দা হরিপদ সর্দার পুলিশের ক্যাম্পে অভিযোগ জানিয়ছেন, 'আদিবাসী মহিলার ৩৩ শতক চাষের জমি দখল করে মার্কেট তৈরি করেছে সিরাজ। টাকার জন্য শেখ সিরাজউদ্দিনের দুয়ারের ঘুরেও মেলেনি সুরাহা। গাড়ি করে বসিরহাটে তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নিয়েছে, ভয়ে কারও কাছে মুখ খুলতে পারিনি।' হরিপদর এমন অভিযোগে নতুন করে আলোড়ন শুরু হয়েছে এলাকায়।
কী জানা গেল?
৫১ দিন পেরোলেও অধরা সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। তার অনুপস্থিতিতে ক্ষোভের আগুন মাথাচাড়া দিয়েছে এলাকায়। ড্যামেজ কন্ট্রোলে 'দুয়ারে' পুলিশ! ক্ষোভ সামলাতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের ২ মন্ত্রী। এর মধ্যে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে শেখ শাহাজাহানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ এলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।' কিন্তু বেড়মজুর এলাকার বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে জমি দখলের অভিযোগ করছেন, তার কী হবে? পার্থর জবাব, 'জমি দখল হয়ে থাকলে সরকারি পদ্ধতি মেনে জমি ফেরত হবেই। ইতিমধ্যে ২৫৮টি আবেদন জমা পড়েছে। ১০০টির সমাধান হয়ে গিয়েছে।' বিধায়ক সুকুমার মাহাতোর আবার বক্তব্য, 'ওঁর (শেখ সিরাজউদ্দিন) সঙ্গে আগেই কথা হয়েছিল। উনি বলেছিলেন, জমি ফেরত দেবেন। যাঁরা আজ আন্দোলন করছেন, তাঁদের সঙ্গেও কথা হয়েছিল। তার পর সন্দেশখালি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তার পরেই এই বিক্ষোভ।' তবে জমি দখলের অভিযোগ যে তাঁদের কাছে আগেই এসেছিল, সে কথা মেনে নেন বিধায়ক সুকুমার মাহাতো। বস্তুত, ক্ষোভ প্রশমনের চেষ্টা দেখা গিয়েছে পার্থ ভৌমিকের মধ্যেও। বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দল ও মন্ত্রিসভা থেকে সরাতে সময় নেয়নি দল। এইসব খুচরো মস্তানদের ক্ষমতা নেই তৃণমূলে রাজত্ব করবে। এদের তৃণমূলে কোনও জায়গা নেই। অভিযোগ প্রমাণ হলে দল ও প্রশাসন ব্যবস্থা নেবে।' কিন্তু আপাতত সকলের একটাই প্রশ্ন, কোথায় রয়েছে শেখ শাহজাহান?
আরও পড়ুন:দুর্যোগের মধ্যে হঠাৎ অন্ধকার এলাকা, হাড়োয়ায় অটো চাপা পড়ে মৃত্যু যাত্রীর !