South Bengal Weather:কাল থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, আপনার জেলায় কী রকম থাকবে হাওয়া-বাতাসের মতিগতি?
West Bengal Weather: আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাঁপুনি বজায় থাকবে উত্তরবঙ্গে। এমন পরিস্থিতিতে কবে শীতের মুখ দেখতে পারে দক্ষিণের জেলাগুলি?
কলকাতা: জানুয়ারিতে কিছুটা হলেও শীতের আমেজ টের পাচ্ছিল দঙ্গিণবঙ্গ (South bengal weather)। তার মধ্যে হঠাৎ বৃষ্টি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাঁপুনি বজায় থাকবে উত্তরবঙ্গে। এমন পরিস্থিতিতে কবে শীতের মুখ দেখতে পারে দক্ষিণের জেলাগুলি?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। অল্প কথায় বললে, আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। আজ সকালে মেঘলা আকাশ ও উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান-সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার কথা কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকার কথা। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে।
কোন জেলায় কেমন আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল কেমন থাকবে তাপমাত্রা? একঝলকে দেখে নেওয়া যাক।
জেলা | সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা |
উত্তর ২৪ পরগনা | ২২ ডিগ্রি, ১৬ ডিগ্রি |
দক্ষিণ ২৪ পরগনা | ২২ ডিগ্রি, ১৬ ডিগ্রি |
পূর্ব মেদিনীপুর | ২৫ ডিগ্রি, ১৫ ডিগ্রি |
হাওড়া | ২২ ডিগ্রি, ১৬ ডিগ্রি |
কলকাতা | ২২ ডিগ্রি, ১৬ডিগ্রি |
হুগলি | ২২ ডিগ্রি, ১৬ডিগ্রি |
পুরুলিয়া | ২৫ ডিগ্রি, ১০ ডিগ্রি |
ঝাড়গ্রাম | ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি |
পশ্চিম মেদিনীপুর | ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি |
বাঁকুড়া | ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি |
পশ্চিম বর্ধমান | ২৪ ডিগ্রি, ১২ ডিগ্রি |
পূর্ব বর্ধমান | ২৫ ডিগ্রি, ১৩ ডিগ্রি |
বীরভূম | ২৩ ডিগ্রি, ১২ ডিগ্রি |
মুর্শিদাবাদ | ২২ ডিগ্রি, ১২ ডিগ্রি |
নদিয়া | ২২ ডিগ্রি, ১২ ডিগ্রি |
(সব তাপমাত্রা সেলসিয়াসে)
আরও পড়ুন:কাঁপছে উত্তরবঙ্গ, 'কোল্ড ডে' পরিস্থিতি, দার্জিলিংয়ে তুষারপাত? জানাল আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে