Weather Forecast: রাজ্য জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা এই আট জেলায়
Weather Update: উত্তরবঙ্গে সোমবার ঝড় ও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।

কলকাতা: রাজ্য জুড়ে চলছে দাবদাহ (West Bengal Weather)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের ৫-৬ জেলাতে লু এর মত পরিস্থিতি থাকবে দুপুর বেলায়।
তবে স্বস্তির খবরও দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতের পূর্বাভাস, সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি মালদাতেই সবচেয়ে বেশি। বুধবার পর্যন্ত মালদা জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম ও অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গে সোমবার ঝড় ও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ওপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত।
সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারি বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার জেলাতে ভারি বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে ও ঝড়বৃষ্টির আশঙ্কা।
মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার ঝড়ের দাপট কিছুটা কমবে। তবে দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি চলবে।






















