এক্সপ্লোর
Virat Kohli Records: ভাঙা হল না সচিনের কীর্তি, ডাবল সেঞ্চুরির সংখ্যায় কোহলিই টেস্টে ভারতের কিংগ
Virat Kohli Retirement: ২০১১ সালে জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। এক ঝলকে তুলে ধরা হল ১৪ বছরের টেস্ট কেরিয়ার।
টেস্ট থেকে অবসর কোহলির। - পিটিআই
1/10

একটা সময় মনে করা হতো, সচিন তেন্ডুলকরের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কেউ যদি ভাঙতে পারেন, সেটা বিরাট কোহলিই। ওয়ান ডে ক্রিকেটে সচিনের সেঞ্চুরি সংখ্যা পেরিয়ে গিয়েছেন। তবে টেস্টে আর সচিনকে পেরনো হল না।
2/10

সোমবার বেলায় টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক সময়।
Published at : 12 May 2025 01:17 PM (IST)
আরও দেখুন






















