Purba and Paschim Burdwan Weather : আজ কি আবহাওয়া বদলাতে পারে দুই বর্ধমানে ?
Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-
সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৪১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৪ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- মেঘলা আকাশ
বাতাস- ২১ কিমি/ঘণ্টা
আর্দ্রতা - ২৩ শতাংশ
সূর্যোদয়- সকাল ৫টা ১৩ মিনিট
সূর্যাস্ত- ৬টা ০১ মিনিটে
দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -
সর্বোচ্চ তাপমাত্র- ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বিচ্ছিন্ন মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার।
বঙ্গের আবহাওয়া-
তীব্র গরমে নাজেহাল বাংলা ( West Bengal Weather ) । ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের ( Heat Wave ) সতর্কতা, সপ্তাহান্তে আবহাওয়া বদলের পূর্বাভাস - জ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি। ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির ( Rain ) স্বস্তি মিলল। ভিজল মহানগরের কয়েকটি এলাকাও । তবে, পরিমাণ খুবই কম। আজ থেকেই কি তবে বদলাবে আবহাওয়া ?
এরই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে । এবার বাড়ল পরিমাণ। ভারী বৃষ্টির সাক্ষী উত্তরবঙ্গ । ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে । মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়। এই বর্ষণ কবে সমতলে নামবে, তারই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী।
পুর্বাভাসে আলিপুর আবওহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৪১. ৭ এবং সল্টলেকে ৪১.৫।
প্রসঙ্গত, এপ্রিলেই রেকর্ড গরম দেখেছে দেশ। প্রতিদিনই যেন রেকর্ড। উত্তর থেকে পূর্ব ভারত কিংবা দক্ষিণভারত, একাধিক এলাকায় তাপপ্রবাহ জারি রয়েছে এখনও। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে তাপপ্রবাহ আরও যেন গুরুতর হয়ে উঠেছে। এরই মধ্যে নতুন একটি সমীক্ষা অনুসারে, দেশের ৯০ শতাংশ এলাকা 'অত্যন্ত বিপজ্জনক অঞ্চল' হিসেবে বিবেচ্য হয়েছে।
আরও পড়ুন ; তীব্র গরম থেকে স্বস্তি, ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল শহর, আজ কি নামবে ঝমঝমিয়ে ?