West Bengal Weather:বঙ্গের জন্য স্বস্তি! কালীপুজো-ভাইফোঁটায় শীতের আমেজ থাকার কথা রাজ্যজুড়ে
Kali Puja 2023 Weather:বঙ্গবাসীর জন্য খুশির খবর। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দীপাবলি, কালীপুজো এবং ভাইফোঁটায় রাজ্যজুড়ে বজায় থাকবে এই শীতের আমেজ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বঙ্গবাসীর জন্য খুশির খবর। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দীপাবলি, কালীপুজো (Kali Puja 2023) এবং ভাইফোঁটায় রাজ্যজুড়ে বজায় থাকবে এই শীতের আমেজ (West Bengal Weather 2023)। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, উত্তুরে হাওয়া বইবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বিশদে...
এ বছর সার্বিক ভাবে নির্ঝঞ্ঝাট কেটেছিল দুর্গাপুজো। নবমীর দুপুরে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও তাতে পুজোর আনন্দ একচুলও মাটি হয়নি। তার পর থেকেই কালীপুজোর আবহাওয়া কী রকম থাকে, সে দিকে বড় আশা নিয়ে তাকিয়ে ছিল রাজ্যবাসী। গত বছর দীপাবলির সময়টায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে আনন্দের বেশ কিছু ধাক্কা খায়। তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে, এবছর সে রকম হওয়ার সম্ভাবনা নেই। ভাইফোঁটাতেও হালকা শীতের আমেজ থাকবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব একই রকম থাকবে। জেলায় জেলায় পরিষ্কার আকাশের পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন জেলায় ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার কথা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলায় তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রির ঘরে থাকতে চলেছে এই সময়টা। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
অম্য দিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। সেখানেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শুকনো বাতাস বইবে, জলীয় বাষ্প কমবে।
মহানগরের কথা...
কলকাতায় আপাতত পরিষ্কার, মেঘমুক্ত আকাশের পূর্বাভাস রয়েছে। এর মধ্যেই উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইতে শুরু করেছে তিলোত্তমায়। ভোর ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ কলকাতা শহরে। চলতি সপ্তাহে ২০-২২ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত কাল থেকে আজ পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি। কলকাতায় রাজ্যে যখন হালকা শীতের আমেজে মনোরম আবহাওয়া, তখন একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর এবং লাদাখে। আজ ও কাল, অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ওই এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে পূর্বাভাস।