Kolkata Rain Update: আর কিছুক্ষণেই বৃষ্টি! ভিজবে কলকাতার কোন কোন এলাকা?
Weather Alert: কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা: আর কিছুক্ষণের মধ্যে কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সকাল সাড়ে দশটা থেকে আগামী ২ ঘণ্টার মধ্যে কলকাতা জেলার কিছু কিছু এলাকায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১ থেকে ২ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। রয়েছে হলুদ সতর্কতা।
বজ্রপাত হলে বাসিন্দাদের কোনও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোন এলাকায় বজ্রপাত হতে পারে তার পূর্বাভাসের জন্য DAMINI অ্যাপ ব্যবহারের পরামর্শও রয়েছে।
দক্ষিণবঙ্গেও বর্ষা:
২৪ ঘণ্টার মধ্যেই গোটা বঙ্গে বর্ষা (Monsoon)। বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। আজও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলায়। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে অন্তত ৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। চরম বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলার আশঙ্কা রয়েছে। তবে কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।
ভারী বৃষ্টি জারি উত্তরবঙ্গে:
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। চরম বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জল স্তর বেশ কিছুটা বেড়েছে বিপদসীমা ছুঁয়ে যাওয়ার আশঙ্কা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
একধাক্কায় কমবে তাপমাত্রা:
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় মেঘলা আকাশ। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা