Weather Update: আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস?
Weather Forecast: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন।

Weather Update: ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে আসা তীব্র আর্দ্রতা এবং তার সঙ্গে বায়ুর উপযোগী ধরন, এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির অন্যতম কারণ।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় আগামী ২ দিন আবহাওয়া কেমন থাকবে দেখে নিন
১৬/০৪/২০২৫
দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা ছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। সব জেলার সর্বত্র দুর্যোগ না হলেও, বেশ কিছু জায়গায় ভালই দুর্যোগ হবে।
১৭/০৪/২০২৫
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলা ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
১৮/০৪/২০২৫
দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং - এই তিন জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের এই তিন জেলায়।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৬ থেকে ১৮ এপ্রিল আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দেখে নিন
১৬/০৪/২০২৫
পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা - এই পাঁচ জেলার কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বইতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
১৭/০৪/২০২৫
পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া - এই চার জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের অন্যান্য জেলাগুলির কিছু অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে।
১৮/০৪/২০২৫
ঝাড়্গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর - এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। অন্যান্য জেলাগুলির কিছু অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে।





















