Weather Update: বেলা বাড়তেই চড়া রোদ, বসন্তের শুরুতে ঊর্ধ্বমুখী পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Forecast: গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: বসন্তের শুরুতেই চড়ছে পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সকালের দিকে আংশিক মেঘলা থাকছে আকাশ। বেলা বাড়লেই চড়া রোদ জানান দিচ্ছে, দুয়ারে গ্রীষ্ম। উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার আপডেট: শীতের (Winter) ইনিংস শেষ । ঠান্ডার রেশ নেই বললেই চলে। তবু ভোর হচ্ছে কুয়াশার ( Fog ) চাদর মুড়ে। সকালে আংশিক মেঘলা আকাশ ( Cloudy sky ) থাকলেও পরে আকাশ পরিষ্কারই থাকছে। বুধবারও তার ব্যতিক্রম হবে না। আগামী চার পাঁচ দিন দিনের বেলা ঝলমলে রোদই থাকবে। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে উত্তর-পশ্চিম ভারত, গুজরাত, রাজস্থান, গোয়া ও কর্ণাটকের উপকূল এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৯ ডিগ্রি বেশি।
একনজরে আগামী কয়েকদিনের পূর্বাভাস:
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
22-Feb | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
23-Feb | 22.0 | 33.0 | Mainly Clear sky | |
24-Feb | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
25-Feb | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
26-Feb | 23.0 | 33.0 | Mainly Clear sky | |
27-Feb | 23.0 | 33.0 | Mainly Clear sky |
বসন্তের শুরুতে শীতের আমেজ: কলকাতায় যেখানে ভ্যাপসা গরম, সেখানে বরফের চাদরে ঢাকা পড়েছে উত্তর সিকিম। গতকাল রাত থেকে ইয়ুমথাং ভ্যালি ও লাচুংয়ে শুরু হয়েছে প্রবল তুষারপাত। বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন পর্যটকরা। তাতে অবশ্য লাভই দেখছেন তাঁরা। বসন্তের শুরুতে শীতের আমেজ গায়ে মেখে আনন্দে মেতেছেন পর্যটকরা।
আরও পড়ুন: North 24 Parganas Weather: বসন্তের শুরুতেই চড়ছে পারদ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?