Weather Updates: ভ্যাপসা গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rain Forecast: বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন তাঁরা। কবে বর্ষা আসবে তা অবশেষে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির (Rain) কোনও দেখা নেই। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষদের। বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন তাঁরা। কবে বর্ষা আসবে তা অবশেষে জানিয়ে দিল আবহাওয়া দফতর (Weather Office)।
কবে আসবে বর্ষা-
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে, উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে দেরিতেই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে তিন-চারদিন মৌসুমী বায়ুর কারণে অনুকূল পরিবেশ থাকবে। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, নির্ধারিত সময়ের পরেই বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। কলকাতায় বর্ষা আসার সময় ১১জুন।
মালদায় আজকের আবহাওয়া-
১০ জুন মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্ব মেদিনীপুরের আবহাওয়া-
আজ শুক্রবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ৬ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় দিনের বেলার প্রচন্ড গরম থাকবে। প্রায় দিনভর আকাশ মেঘে ঢাকা থাকবে। যার ফলে প্রচন্ড অস্বস্তিকর আবহাওয়া থাকবে। হাওয়া দিলেও অস্বস্তি কাটবে না। এদিন জেলায় হাওয়ার গতিবেগ মোটামুটি ১৯ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি উঠবে না। রাতের দিকে তাপমাত্রা কমে যাবে অনেকটা। (Weather forecast of Purba Medinipur-Digha) এদিন আকাশ মেঘলা থাকায় অস্বস্তি থাকবে। জেলায় এদিন খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের পূর্বাভাস নেই।
আরও পড়ুন - Howrah News: 'রাখে হরি মারে কে'! অলৌকিক ঘটনা বেলুড়ে