Dilip Ghosh On RG Kar: "তদন্তে আরও নাম উঠে আসবে", RG কর কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
RG Kar Medical Doctor Death Case: তদন্ত যত এগোবে তত আরজি কাণ্ডে আরও নাম সামনে আসবে। শনিবার এই মন্তব্যই করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
কলকাতা: তদন্ত যত অগ্রসর হবে তত আরও নাম উঠে আসবে। RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা (RG Kar Medical College & Hospital Doctor death case) প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (West Bengal BJP leader Dilip Ghosh)।
শনিবার সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, "সন্দীপ ঘোষের সম্পর্কে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে তিনি এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন। এই মামলার তদন্ত যত এগোবে তত আরও নাম সামনে আসবে। সন্দীপ ঘোষ হল এই দুর্নীতি ও নারকীয় ঘটনার মূল মাথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য হওয়ায় কেউই তাঁর কোনও দুর্নীতির প্রতিবাদ এতদিন করতে পারেননি।"
#WATCH | RG Kar Medical College & Hospital rape-murder case | West Bengal BJP leader Dilip Ghosh says, "...The kind of facts that are coming out about Sandeep Ghosh show that he was involved in rackets for a long time...More names will come out as the enquiry in this case… pic.twitter.com/WjYTPcBO9B
— ANI (@ANI) September 7, 2024
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার কথা প্রকাশ্যে আসে। তারপর থেকে শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে। তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত বলে দাবি করা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। তারপরই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই দুজনের পাশাপাশি একাধিক মানুষের পলিগ্রাফ টেষ্ট করে সিবিআই।
এদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে বিরোধীদের বিভিন্ন কর্মসূচিতে লোকসংখ্যা বাড়ছে দেখে রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান কর্মসূচি নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফেও। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে শাসক দলের লোকজনও শামিল হন আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তি চেয়ে। যা নিয়ে বিরোধীদের কটাক্ষের শিকারও হতে হয়েছে তাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।