WB Budget 2024 LIVE: ২০২৪-’২৫ অর্থবর্ষে ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
West Bengal Budget 2024 Live Updates: পশ্চিমবঙ্গ সরকারের বাজেট, প্রতি মুহূর্তের আপডেট জানুন সরাসরি।
LIVE
Background
কলকাতা: সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য বিধানসভায় বাজেট পেশ (WB Budget 2024)। বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনিই বাজেট পেশ করতে চলেছেন। এই বাজেট অধিবেশনে থাকতেই দিল্লিযাত্রা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের আগে, রাজ্যবাসীর জন্য কী উপহার আনতে চলেছে মমতা সরকার, সেদিকে তাকিয়ে সকলে। (West Bengal Budget 2024 Live Updates)
WB Budget 2024 LIVE Updates: ২০২৪-’২৫ অর্থবর্ষে ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
২০২৪-’২৫ অর্থবর্ষের জন্য ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।
WB Budget LIVE Updates: ৫ লাখ চাকরির ঘোষণা করল রাজ্য সরকার
সরকারি দফতরে শূন্যপদ নিয়োগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা। ৫ লাখ চাকরির ঘোষণা।
WB Budget 2024 LIVE Updates: রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ
রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ।
WB Budget LIVE Updates: সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ , গ্রিন পুলিশের জন্য আরও একহাজার টাকা বৃদ্ধি
এক লাখ ৫০ হাজারেরও বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ , গ্রিন পুলিশের জন্য আরও একহাজার টাকা বৃদ্ধি।
WB Budget 2024 LIVE Updates:শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণ ভাবে বহন করবে
আলুচাষিদের সহায়তা, শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণ ভাবে বহন করবে। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ তার জন্য।