West Bengal By Poll 2021 : ৬ গুণ ব্যবধান বাড়িয়ে ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে গোসাবায় জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল
West Bengal Assembly Bypoll Result 2021 : বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূলের জয়ের মার্জিন ছিল ২৩ হাজার ৭০৯। উপনির্বাচনে সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়ে হল ১ লক্ষ ৪৩ হাজার ৫১ অর্থাৎ প্রায় ৬ গুণ।
গোসাবা: জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ষোল রাউন্ডের শেষে ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। দক্ষিণ ২৪ পরগনার এই আসনেও ব্যবধান কয়েকগুণ বাড়িয়েছে ঘাসফুল শিবির।
এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হন সুব্রত মণ্ডল। বিজেপির টিকিটে লড়ছিলেন পলাশ রানা। আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন গোসাবা কেন্দ্রে। এই কেন্দ্রে ভোট গণনার শুরু থেকেই এগিয়ে যান তৃণমূল প্রার্থী। প্রতি রাউন্ডে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে বিজেপি প্রার্থীর ছেকে তাঁর ভোটের ব্যবধান। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৫ রাউন্ডের শেষে সুব্রত মণ্ডল এগিয়ে রয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩১৮ ভোটে।
আরও পড়ুন :
বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল
বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূলের জয়ের মার্জিন ছিল ২৩ হাজার ৭০৯। উপনির্বাচনে সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়ে হল ১ লক্ষ ৪৩ হাজার ৫১ অর্থাৎ প্রায় ৬ গুণ।
আজ রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা হয়। এই চার কেন্দ্রের মধ্যে ২টিতে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা, ২টি পেয়েছিল বিজেপি। উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্র গত বিধানসভা নির্বাচনে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় তাঁর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। কোচবিহারের দিনহাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদ রেখে দেন। নদিয়ার শান্তিপুরে গত বিধানসভা ভোটে বিজেপির জগন্নাথ সরকার ১৫ হাজার ৮৭৮ ভোটে জয়ী হন। তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদ রেখে দেন