West Bengal By Poll Result 2021 : বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল
চারে চার তৃণমূল। মানুষের জয়, বললেন মমতা। আক্ষরিক অর্থেই শব্দবাজিহীন দিওয়ালি, ট্যুইট অভিষেকের। বিজেপির হাতছাড়া দিনহাটা-শান্তিপুর
![West Bengal By Poll Result 2021 : বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল West Bengal Election 2021 TMC Landslide Victory At 4 out of 4 seats West Bengal By Poll Result 2021 : বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/620ac393fca3dd5ef867ba8ba03e9b48_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
৪ কেন্দ্রে ৭৬ শতাংশের বেশি ভোট তৃণমূলের। ধুয়ে সাফ নিশীথ ম্যাজিক। দিনহাটায় রেকর্ড ব্যবধান উদয়নের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেই গোহারা হার বিজেপির। চারে চার তৃণমূল। মানুষের জয়, বললেন মমতা। আক্ষরিক অর্থেই শব্দবাজিহীন দিওয়ালি, ট্যুইট অভিষেকের। বিজেপির হাতছাড়া দিনহাটা-শান্তিপুর।
- উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির।
- বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল
- দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ
- খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়
- গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল
- শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী
- দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর বুথেও বিজেপির হার
ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
My heartiest congratulations to all the four winning candidates!
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2021
This victory is people's victory, as it shows how Bengal will always choose development and unity over propaganda and hate politics. With people's blessings, we promise to continue taking Bengal to greater heights!
আক্ষরিক অর্থেই শব্দবাজি-হীন দীপাবলি। বিজেপিকে জানাই দীপাবলির শুভেচ্ছা। ৪ কেন্দ্রে বিপুল ভোটে জয়ের পরে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
A cracker free Diwali in true sense. Wishing folks at @BJP4India a very Happy Diwali!💥
— Abhishek Banerjee (@abhishekaitc) November 2, 2021
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)