SSC Case : শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, কী জানালেন প্রধান বিচারপতি?
রাজ্য সরকারের আইনজীবী আবেদন করেন, সোমবারই এই আবেদন করা হয়েছে, জরুরি ভিত্তিতে বুধবারই শুনানি হোক। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান ...

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায়, অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। 'যোগ্য কারও চাকরি যাবে না, আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্য়াখ্য়া চাইব, পুনর্বিবেচনার আবেদন জানাব', সোমবারই ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরই শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আবেদনের কথা জানান রাজ্য সরকারের আইনজীবী। সুপ্রিম কোর্টে মঙ্গবার তিনি সওয়াল করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক সমস্যা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী আবেদন করেন, সোমবারই এই আবেদন করা হয়েছে, জরুরি ভিত্তিতে বুধবারই শুনানি হোক। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, 'বিষয়টি আমি দেখব'
চাকরিহারাদের প্রশ্ন:
সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'কারা যোগ্য, আর কারা অযোগ্য জানাতে পারেনি সুপ্রিম কোর্ট, রায় পুনর্বিবেচনার আবেদন জানাব'। কিন্তু চাকরিহারাদের একাংশের পাল্টা প্রশ্ন, 'সুপ্রিম কোর্ট কেন, তালিকা তো দেবে SSC'। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বারবার বিচারপতিরা যোগ্য-অযোগ্যদের তালিকা চাওয়া সত্ত্বেও, কেন দিতে পারেনি SSC? এই প্রশ্নই বারবার উঠে আসছে চাকরিহারাদের মুখে।
আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদের
প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জেরে, পশ্চিমবঙ্গের স্কুলগুলির বেহাল দশা। একধাক্কায় শিক্ষকের সংখ্যা গিয়েছে কমে। কোনও কোনও স্কুলে বিজ্ঞান-বিভাগই উঠে যাওয়ার জোগাড়। কোথাও করণিকের চাকরি যাওয়া স্কুলের ঘণ্টা বাজাচ্ছেন হেড মাস্টারমশাই। কীভাবে চলবে স্কুল ? কীভাবেই বা হবে পরীক্ষা ? এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। একসঙ্গে এতজনের চাকরি যাওয়ার পর কঠিন পরিস্থিতি স্কুলগুলোতে । এই পরিস্থিতিতে সোমবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়ে , যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানায় বোর্ড।
"সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে, আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব", সোমবার চাকরিহারাদের সভায় স্পষ্ট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অথচ সুপ্রিম কোর্টের রায় বলছে, "ছাব্বিশ হাজারের চাকরি-বাতিল হল, নিয়োগ-প্রক্রিয়া শুরু করতে হবে নতুন করে।" শেষমেষ কবে কাটবে জট? রাজ্যের আবেদনে সাড়া দেবে কি সুপ্রিম কোর্ট ? পুনর্বিবেচনা করা হবে কি রায়ের? তাকিয়ে হাজার হাজার চাকরিহারা।






















