West Bengal LIVE: ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা
West Bengal News Update : রাজ্যের প্রতি জেলার গুরুত্বপূর্ণ খবর একনজরে দেখতে চোখ রাখুন
LIVE
Background
কলকাতা : আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি হলে ১০ রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১০ রাউন্ড করে গণনা হবে। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই স্কুলে। ২ টি হলে ১৩ রাউন্ড করে গণনা হবে।
ছেলেধরা গুজবে আসানসোলে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশও। পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে হামলা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি উত্তেজিত জনতার। জখম এক সিভিক ভলান্টিয়ার ও কয়েকজন পুলিশকর্মী। পুলিশের ৫টি গাড়ি ভাঙচুর, আটক ৩জন।
পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কায় নিজেকেই অপহরণের নাটক ষষ্ঠ শ্রেণির ছাত্রের! দিনহাটায় স্কুল পড়ুয়াকে অপহরণের অভিযোগ নিয়ে এমনই দাবি পুলিশের।
এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসাল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা, মেখলিগঞ্জের বিধায়ক-কন্যাকে পদ দিল তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দলের নির্দেশ অনুযায়ী কাজ করব, জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে মন্তব্য অঙ্কিতার।
West Bengal News Live Updates: এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালালের ফাঁদে পড়ে আড়াই হাজার টাকা খোয়ানোর অভিযোগ !
NRS হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে দালালের ফাঁদে পড়ে আড়াই হাজার টাকা খোয়ানোর অভিযোগ করলেন এক ব্যক্তি। ছেলের জন্য রক্তের খোঁজে হাসপাতালে আলাপ হওয়া ওই দালালকে ফোন করেন ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারক। অভিযোগ আড়াই হাজার টাকা দিলেও মেলেনি কোনও রক্ত। ঘটনার তদন্তে মুচিপাড়া থানা।
WB News Live Updates: বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি
লোকসভা ভোটে যারা দলের সঙ্গে গদ্দারি করেছে, তারা ভাবছে- এবার নেতা হব, সে গুড়ে বালি। দল সব নজর রাখছে। বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি। দলীয় অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live Updates: ১৩ বছর পর ফের বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদায় ফুটল জোড়াফুল
দীর্ঘদিন বাদে মতুয়া গড়ে কামব্যাক করল তৃণমূল। ২০১১-র ১৩ বছর পর ফের বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদায় ফুটল জোড়াফুল। ৩৩ হাজারের বেশি ভোটে জিতলেন মধুপর্ণা ঠাকুর। লোকসভা তৃণমূলের হয়ে পরাজিত হয়েছিলেন, এবার বিধানসভায় সাফল্যের মুখ দেখলেন রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী।
WB News Live Updates: কল্যাণ চৌবের আবাসনে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল ঘোষ
লোকসভার পর বিধানসভা নির্বাচনেও সবুজ ঝড়। ৪ বিধানসভা উপনির্বাচনেই জয় তৃণমূল কংগ্রেসের। প্রায় ৬৩ হাজার ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে। মানিকতলায় জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। আর তারপরেই কল্যাণ চৌবের আবাসনে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল ঘোষ।
West Bengal News Live Updates: কাটছে প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের পিএইচডি-তে ভর্তি নিয়ে জট
জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতার পিএইচডি-তে ভর্তি নিয়ে জট কাটছে। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি-তে ভর্তির কাউন্সেলিং। বিজ্ঞপ্তি দিয়ে জানাল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্ণব দাম সংক্রান্ত ৩টি বিষয় জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে ৩টি বিষয়ে জানানো হয়েছে, জানালেন কারামন্ত্রী অখিল গিরি।