WB Bypoll 2021 Result Live : ৪ কেন্দ্রে ৭৬ শতাংশের বেশি ভোট তৃণমূলের, 'মানুষের জয়', বললেন মমতা
West Bengal Assembly Bypoll Result 2021 Live Updates: ফল ঘোষণা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের।
LIVE
Background
কলকাতা : মঙ্গলবার ফল ঘোষণা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। উত্তর ২৪ পরগনার খড়দা, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, এই চার কেন্দ্রের মধ্যে, গত বিধানসভা ভোটে ২টিতে জিতেছিল তৃণমূল, ২টিতে জিতেছিল বিজেপি।
এবার উপনির্বাচনে কী হবে? খড়দার ভোট গণনা হবে নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। ২২টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। গত বিধানসভা নির্বাচনে খড়দা কেন্দ্রে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
বিজেপির হয়ে জয় সাহা এবং সিপিএম হয়ে লড়েছেন দেবজ্যোতি দাস। ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি চলছে দিনহাটাতেও। ভোট গণনা হবে দিনহাটা কলেজে। ২২টি টেবলে হবে ১৯ রাউন্ড গণনা। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান।
সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফল ঘোষণার আগে সমানতালে চলছে তরজা। দিনহাটার মতো শান্তিপুরেও বিজেপি প্রার্থী করেছিল সাংসদ জগন্নাথ সরকারকে। তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জেতেন। তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকে যান। তাই শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচন করাতে হয়েছে।
শান্তিপুর কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ২১টি টেবলে ১৭ রাউন্ড গণনা হবে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়।
ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে গোসাবার উপনির্বাচনের ভোট গণনা হবে। ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে।
WB By Poll: উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়ের পরই অশান্তি কোচবিহারে
উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়ের পরই অশান্তি কোচবিহারে। মাথাভাঙায় বিজেপির তিনটি পার্টি অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের দাবি, অফিসগুলি তাদেরই ছিল। পুনরুদ্ধার হয়েছে।
WB By-poll 2021: উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির
বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল । দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ। খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়। গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জয়ী সুব্রত মণ্ডল। শান্তিপুরে ৬৪ হাজার ৬৭৫ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেও বিজেপির হার।
WB By Poll: খড়দায় প্রায় ৩গুণ ব্যবধান বাড়িয়ে ৯৩ হাজার ভোটে জয়ী শোভনদেব
খড়দায় প্রায় ৩গুণ ব্যবধান বাড়িয়ে ৯৩ হাজার ভোটে জয়ী শোভনদেব। গোসাবায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূলপ্রার্থী। শান্তিপুরেও অনেক এগিয়ে ব্রজকিশোর। ভোট বাড়িয়ে জয়।
WB By-poll 2021 : উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির
উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির। বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল. দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ। খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়। গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জয়ী সুব্রত মণ্ডল। শান্তিপুরে ৬৪ হাজার ৬৭৫ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেও বিজেপির হার
WB By-poll 2021: দিনহাটায় 'ছাপ্পা ভোটের' অভিযোগ বিজেপির রাজ্য সভাপতিরও
উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিনহাটার যে ফলাফল, তা বলে দিচ্ছে, ওখানে কী হয়েছে। একটা উপনির্বাচনে ১ লক্ষ ৪০ হাজার ভোটে এগিয়ে। সবাই বোঝে, কেউ বোকা নয়। আমরা আগেও বলেছিলাম, যে ধরনের বাতাবরণ, যেখানে ভোট হচ্ছে শুধু সেখানে নয়, গোটা রাজ্যেই এটা হচ্ছে। এটা ভোটের জন্য উপযুক্ত পরিবেশ নয়। আমরা আগেও দেখেছি উপনির্বাচনে সন্ত্রাস হয়েছে। যেখানে ভোট হচ্ছে না, সেখানে পশ্চিম মেদিনীপুর, নানুর--সেখানে ৬০০ ভোটে হেরেছি, সেখানেও অনেক বিজেপি কর্মী আজ পর্যন্ত ঘরে ঢুকতে পারছে না। গণতন্ত্র বিপন্ন। এই মুহূর্তে পুর নির্বাচনের পরিবেশ নেই। রাজ্য সরকার নির্বাচন করবে, তবে সব শক্তি দিয়ে আমরা ঝাপাব। শহর এলাকায় হিংসা কম হবে আশা করি। তবে এই সরকারকে বিশ্বাস করা যাচ্ছে না।"